এক্সপ্লোর
Advertisement
মাত্র ১৬ বলে ৭৪ রান, টি ১০ লিগে বিধ্বংসী ব্যাটিং আফগান ক্রিকেটার মহম্মদ শাহজাদের
আবু ধাবি: সংযুক্ত আরব আমিরশাহীতে টি ১০ ক্রিকেট লিগে তুফানি ব্যাটিংয়ে নজর কাড়লেন আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মহম্মদ শাহজাদ। আফগানিস্তানের ‘ধোনি’ হিসেবে পরিচিত শাহজাদ সিন্ধিজের বিরুদ্ধে মাত্র ১৬ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেললেন।
রাজপুত দলের হয়ে খেলতে নেমে শাহজাদ মাত্র ১২ বলে তাঁর হাফসেঞ্চুরি পূর্ণ করে নেন। তাঁর ইনিংসে ছিল ৮ ছক্কা ও ৬ চার। তাঁর স্ট্রাইক রেট ৪৬২.৫০।
— Mr Gentleman (@183_264) November 21, 2018শাহজাদ ছাড়াও রাজপুত দলের হয়ে নিউজিল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাকুলাম ৮ বলে ২১ রান করেন। প্রথমে ব্যাট করে সিন্ধিজ ১০ ওভারে ৯৪ রান করে। সিন্ধিজ দলের হয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান শেন ওয়াটসন ৪২ রানের ইনিংস খেলেন। ২০ বলে ৪ টি চার ও ৩ টি ছক্কার সাহায্যে তিনি ৪২ রান করেন। রাজপুত দলের হয়ে খেলতে নেমে ভারতের মুনাফ পটেল ২ ওভারে ৩ উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রেথওয়েট ২ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নেন। রান তাড়া করতে নেমে মাত্র ৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৯৬ রান
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement