Mohammed Shami: দুই হাতে ক্রাচ, ম্লান মুখ, কঠিন পথ অতিক্রম করে মহম্মদ শামির ফেরার লড়াই শুরু
Indian Cricket Team: বিশ্বকাপের পর থেকে মাঠে নামতে পারেননি মহম্মদ শামি। তাঁর গোড়ালিতে ফেব্রুয়ারিতে অস্ত্রোপ্রচার হয়।
নয়াদিল্লি: গত বছর বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরেই রয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। গোড়ালির চোটের জের আইপিএলে অংশগ্রহণ করতে পারেননি। তবে মাঠে ফেরার রাস্তা কঠিন হলেও, হাল ছাড়তে নারাজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের ফিটনেস নিয়ে আপডেট দিলেন।
বিশ্বকাপে অনবদ্য ফর্মে ছিলেন শামি। দল খেতাব হাতছাড়া করলেও, প্রথম ভারতীয় বোলার হিসাবে বিশ্বকাপে ৫০ উইকেটের নেওয়ার কৃতিত্ব গড়েন তিনি। তবে তারপরে ভারত-ইংল্যান্ড সিরিজ়ে মাঠে ফেরার কথা থাকলেও ফিরতে পারেননি তিনি। বাধ সাধে গোড়ালি। শেষমেশ বাধ্য হয়েই ফেব্রুয়ারিতে গোড়ালিতে অস্ত্রোপ্রচার করান শামি। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি দিয়ে শামি লেখেন, 'অবশেষে ফিরছি এবং আরও সাফল্যের জন্য ক্ষুধার্ত। সফরটা কঠিন হলেও, গন্তব্যের কথা মাথায় রেখে সেটা করাই যায়।'
Back on track and hungry for success. The road may be tough, but the destination is worth it.
— 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@MdShami11) April 7, 2024
#NeverGiveUp #shami #mdshami #mdshami11 #recovery pic.twitter.com/1KZmU6gJxB
ছবিতে ভারতীয় তারকাকে ক্রাচে ভর করে ম্লান মুখে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ২২ গজে তাঁর ফিরতে এখনও খানিকটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। তিনি ঠিক কবে মাঠে ফিরবেন সেই নিয়ে কোনও নিশ্চিত কিছু জানা না গেলেও, বিশের বিশ্বকাপের আগে যে শামি ফিট হতে পারবেন না, তা কার্যত নিশ্চিত। ভারতীয় বোর্ড সচিব জয় শাহের ইঙ্গিত অনুযায়ী পড়শি বাংলাদেশের বিরুদ্ধে মাঠে ফিরতে পারেন শামি। অর্থাৎ সেই সেপ্টেম্বর মাস। তবে নিশ্চিতভাবে কিন্তু এখনও কিছু বলা যাচ্ছে না।
অর্থাৎ আইপিএলের পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে শামির ফেরার সম্ভাবনা নেই। তবে আরেক বিশ্বকাপের কাছাকাছি চলে আসলেও, গত বিশ্বকাপের ক্ষত এখনও ভারতীয় অধিনায়ক রোহিতের মনে তাজা। তিনি সম্প্রতি এক শোতে গিয়ে বলেন, 'বিশ্বকাপ হয়েছিল ভারতে। আর আমরা দেশের মাটিতে বিশ্বকাপ জিততে পারিনি। আমি ভেবেছিলাম যে দেশবাসী আমাদের ওপর ভীষণ রেগে আছেন। কিন্তু আমি অবাক হয়ে গিয়েছিলাম যে সবাই আমাদের খেলার প্রশংসা করেছে। তাঁরা কতটা উপভোগ করেছে ম্য়াচ, সে বিষয়ে কথা বলেছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: শতরান হাঁকিয়েও রাজস্থান রয়্যালসের ট্রোলের শিকার বিরাট কোহলি?