Mumbai City FC: ইতিহাস মুম্বই সিটির, ভারতের প্রথম ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্য়াচ জয়
Mumbai City FC: এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ জিতল মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। ইরাকের এয়ার ফোর্স ক্লাবকে হারিয়ে দুর্দান্ত এই নজির গড়ল আইএসএলে খেলা এই ক্লাবটি।
রিয়াধ: পিছিয়ে পড়েও ইতিহাস। এই প্রথম কোনও ভারতীয় ফুটবল দল হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ জিতল মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। ইরাকের এয়ার ফোর্স ক্লাবকে হারিয়ে দুর্দান্ত এই নজির গড়ল আইএসএলে খেলা এই ক্লাবটি।
আর কোনও ভারতীয় দল যেটা কখনও করে দেখাতে পারেনি, অনায়াসে সেই কৃতিত্বই অর্জন করল মুম্বই সিটি এফসি। প্রথম ভারতীয় দল হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ জিতল তারা। ইরাকের এয়ার ফোর্স ক্লাবকে পরাজিত করে ইতিহাস গড়ে মুম্বই সিটি।
যেভাবে ইতিহাসের পাতায় মুম্বই সিটি এফসি
সোমবার রাতে সৌদি আরবের রিয়াধে কিং ফাহদ স্টেডিয়ামে এক গোলে পিছিয়ে পড়েও শেষমেশ ইরাকের দলকে ২-১ গোলে হারিয়ে দেয় তারা। এদিন ম্যাচের প্রথমার্ধে সমানে-সমানে লড়াই হলেও কোনও পক্ষই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে গোল করে এগিয়ে যায় ইরাকের এয়ার ফোর্স ক্লাব (Air Force Club)। তবে, পিছিয়ে পড়েও দমে যায়নি মুম্বই। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মুম্বই সিটিকে সমতায় ফেরান মরিসিও। এর ঠিক মিনিট পাঁচেকের মধ্যে দুর্দান্ত গোল করে মুম্বইকে এগিয়ে দেন রাহুল ভেকে। এই ভারতীয় ফুটবলারের গোলেই শেষপর্যন্ত জয় আসে মুম্বইয়ের পকেটে। উল্লেখ্য, এর আগে মুম্বই সিটি বি-গ্রুপের প্রথম ম্যাচে আল শাবাবের কাছে ০-৩ গোলে পরাজিত হয়। বৃহস্পতিবার তারা পরের ম্যাচে মাঠে নামবে আল জাজিরার বিরুদ্ধে। একই দিনে এয়ার ফোর্স লড়াইয়ে নামবে আল শাবাবের বিরুদ্ধে।
কোচের বার্তা
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে প্রস্তুতি নিয়েছিল মুম্বই। প্রথম ম্যাচের আগে মুম্বই দলের কোচ ডেস বাকিংহাম বলেছিলেন, ‘‘আমাদের প্রতিপক্ষ দারুণ শক্তিশালী। প্রচণ্ড গতিতে খেলতে অভ্যস্ত ওরা। লড়াই কঠিন হবে ঠিকই। তবে আমরা ভয় পাচ্ছি না। ফুটবলাররা সকলেই উজ্জীবিত হয়ে রয়েছে মাঠে নেমে সেরাটা দেওয়ার জন্য।''