Neeraj Chopra on Bumrah: বল হাতে মতান্তরে বিশ্বের সেরা, জ্যাভলিন থ্রোয়েও বুমরা ভাল করবেন দাবি নীরজ চোপড়ার
Neeraj Chopra: সদ্যই নীরজ চোপড়া পুনরায় বিশ্ব ব়্যাঙ্কিংয়ে এক নম্বর জ্যাভলিন থ্রোয়ার স্থান দখল করেন।

নয়াদিল্লি: একজন বিশ্বের এক নম্বর জ্যাভলিন থ্রোয়ার, অন্যতম মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলার। কথা হচ্ছে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও নীরজ চোপড়ার (Neeraj Chopra)। দুইজনেই বিশ্বদরবারে ভারতের মুখ উজ্জ্বল করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নীরজ দাবি করেন সুযোগ পেলে যশপ্রীত বুমরা কিন্তু ভাল জ্যাভলিন থ্রোয়ার হতে পারেন।
নীরজের মতে ফাস্ট বোলিংয়ের মতোই জ্যাভলিন দূরত্বে ছোড়ার জন্য ভাল রান আপের প্রয়োজন। পাশাপাশি কাঁধ ও পায়ের জোরও জরুরি। সেইসব কথা মাথায় রেখেই তিনি বুমরাকে বাছাই করেন। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নীরজ বলেন, 'আমার মনে হয় একজন ফাস্ট বোলার (ক্রীড়াবিদ যিনি ভাল জ্যাভলিন থ্রো করতে পারবেন) করতে পারে। তাই সম্পূর্ণ ফিট যশপ্রীত বুমরা নিজের সেরা ফর্মে কিন্তু মন্দ বিকল্প হবেন না।'
India's Golden Boy @Neeraj_chopra1 spills the beans!
— Star Sports (@StarSportsIndia) June 27, 2025
Who in the Indian cricket team does he think could dominate the javelin throw? 💪
Any guesses before we reveal the name? 👀
𝙉𝙚𝙚𝙧𝙖𝙟 𝘾𝙝𝙤𝙥𝙧𝙖 𝘾𝙡𝙖𝙨𝙨𝙞𝙘 javelin throw event on July 5, Sat, 7:00 PM, only on Star… pic.twitter.com/qaaiy61CHJ
৫ জুলাই থেকে নীরজকে তাঁর নামাঙ্কিত নীরজ চোপড়া ক্লাসিকসে দেখা যাবে। বেঙ্গালুরুতে এই প্রতিযোগিতা আয়োজিত হবে। তার আগেই নীরজকে অন্য ক্রীড়াক্ষেত্র থেকে একজনকে বেছে নিতে বলা হয় যিনি ভাল জ্যাভলিন থ্রোয়ার হতে পারবেন। সেই জবাবেই নীরজের মুখে বুমরার নাম শোনা যায়।
প্রসঙ্গত, সদ্যই পরপর দুই প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করেছেন নীরজ চোপড়া। বেশ ভাল ফর্মেই রয়েছেন তিনি। এবার ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে পুরষদের জ্যাভলিন থ্রোর ব়্যাঙ্কিংয়েও (Javelin throw world rankings) শীর্ষস্থান পুনরায় দখল করে নিলেন নীরজ। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্সের থেকে শীর্ষস্থান নিজের নামে করলেন ভারতীয় তারকা অ্যাথলিট।
বিশ্ব অ্যাথলেটিক্স এই সপ্তাহের শুরুতেই ব়্যাঙ্কিং আপডেট করে। সেই ব়্যাঙ্কিংয়ে নিজের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৪৪৫। সেখানে পিটার্সের সংগ্রহ ১৪৩১। নীরজের প্রতিদ্বন্দ্বী তথা অলিম্পিক্স চ্যাম্পিয়ন আরশাদ নাদিম (Arshad Nadeem) কিন্তু প্রথম তিনেও নেই। পাক অ্যাথলিট রয়েছেন চতুর্থ স্থানে। পড়শি দেশের তারকার দখলে রয়েছে ১৩৭০ পয়েন্ট। নীরজ প্যারিস অলিম্পিক্সের পরেই ব়্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থান হারান। পিটার্সের কাছে ২০২৪ সালের সেপ্টেম্বরে সেই স্থান হারিয়েছিলেন। তবে ধারাবাহিক পারফরম্যান্সের পর আবারও সেই স্থান ফিরে পেলেন নীরজ।






















