এক্সপ্লোর
অনুশীলনে ওয়ার্নারের জোরাল শট মাথায় গেলে আহত নেট বোলার
বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে বিপত্তি অস্ট্রেলিয়া অনুশীলনে। ওভালে নেট অনুশীলনে ডেভিড ওয়ার্নারের সজোরে মারা শট মাথায় লাগে ভারতীয় বংশোদ্ভূত বোলারের মাথায়। গুরুতর চোট পাওয়া সেই বোলারকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
![অনুশীলনে ওয়ার্নারের জোরাল শট মাথায় গেলে আহত নেট বোলার Net bowler hospitalised after getting hit on head by Warner shot অনুশীলনে ওয়ার্নারের জোরাল শট মাথায় গেলে আহত নেট বোলার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/06/08195848/Warner-injures-Indian-bowler.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন: বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে বিপত্তি অস্ট্রেলিয়া অনুশীলনে। ওভালে নেট অনুশীলনে ডেভিড ওয়ার্নারের সজোরে মারা শট মাথায় লাগে ভারতীয় বংশোদ্ভূত বোলারের মাথায়। গুরুতর চোট পাওয়া সেই বোলারকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অনুশীলনের দ্বিতীয় ঘন্টার শেষের দিকে ওয়ার্নারের একটি শট আটকানোর চেষ্টা করেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ বোলার জয় কিষাণ। কিন্তু সপাটে মারা ওই শট তাঁর মাথায় লাগে। প্রচণ্ড যন্ত্রণায় মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন মেডিক্যাল কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত সবাইকে স্বস্তি দিয়ে শুশ্রুষায় সাড়া দেন তিনি। অস্ট্রেলিয়া দল তাদের অনুশীলন ততক্ষণে বন্ধ করে দিয়েছে।
উদ্বিগ্ন ওয়ার্নারকে ওই প্লেয়ারের পাশে বসে থাকতে যায় এবং তিনি অনুশীলনও বন্ধ করে দেন। এরপর দলের মেডিক্যাল কর্মীরা স্থানীয় কর্মীদের সাহায্যে আহত এই প্লেয়ারকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।
অ্যাম্বুলেন্সে ওঠার আগে ওই প্লেয়ার বলেন, আমার মাথায় লেগেছে। এখন ভালোই আছি। আমার নাম জয় কিষাণ এবং আমি ফাস্ট বোলার।
যেহেতু মাথায় আঘাত লেগেছে, সেহেতু তাঁকে কম করে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে। আইসিসি-র ভেনু ম্যানেজার মাইকেল গিবসন জানিয়েছেন, সারে-র চিকিত্সাকেন্দ্র থেকে ওই প্লেয়ারকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি সচেতন ছিলেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)