এক্সপ্লোর
বিশ্বকাপের দল তৈরি, ভাবনা শুধু একটা জায়গা নিয়ে, বললেন কোহলি
নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ হারের পর ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি বললেন, বিশ্বকাপের দল গঠন নিয়ে আদৌ 'সংশয়' নেই টিম ম্যানেজমেন্টের। দল তৈরি। শুধুমাত্র একটি জায়গা নিয়েই ভাবতে হবে।
সিরিজ শুরুর আগে কোহলি বলেছিলেন যে, কয়েকটি জায়গা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এখন তা কমে একটি হয়েছে।
ব্যাটিং অর্ডারে চার নম্বর ব্যাটসম্যান ও দ্বিতীয় উইকেটরক্ষক নিয়ে এখনও সংশয় রয়েছে। কিন্তু কোহলি বলেছেন, এগুলি নিয়ে ভাবনাচিন্তা করা হয়ে গিয়েছে।
কোহলি বলেছেন, মোটামুটি দল তৈরি হয়ে গিয়েছে। প্রত্যেককে তাদের দায়িত্ব বোঝানো বাকি আছে। দল প্রায় পুরোটাই তৈরি। একটা জায়গা নিয়ে শুধু আর একটু ভাবতে হবে।
দলে যাঁদের জায়গা পাকা নয়, সিরিজের শেষ তিন ম্যাচে তাঁদেরই পরীক্ষা করে করে দেখা হয়েছে বলে জানিয়েছে কোহলি। তবে একে সিরিজ হারের অজুহাত হিসেবে খাড়া করতে চান না তিনি।
অধিনায়ক বলেছেন, আমাদের খেলার মান আরও বাড়াতে হবে। এই সিরিজ হারলেও যথেষ্ট আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে যাব আমরা।
এই সিরিজে যে ভুল হয়েছে খেলোয়াড়রা সেগুলি থেকে শিক্ষা নিয়ে নিজেদের শুধরে বিশ্বকাপে যাবেন বলেও আশা প্রকাশ করেছেন কোহলি।
অধিনায়ক বলেছেন, এখনকার ভুলগুলি বিশ্বকাপে শুধরে নিলে তা খুবই ভালো। গত কয়েকমাসে দল যে ধরনের ক্রিকেট খেলেছে, তাতে তিনি গর্বিত বলেও মন্তব্য করেছেন কোহলি।
কোটলায় হার নিয়ে অধিনায়ক বলেছেন, রানটা তোলা যেত। শেষ দিকে ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে যায়। আমরা যতটা চেয়েছিলাম, তার চেয়ে আরও ১৫-২০ রান বেশি দিয়ে ফেলি ওদের।
অস্ট্রেলিয়ার প্রশংসা করে বিরাট বলেন, যোগ্য দল হিসেবেই ওরা জিতেছে। পুরো সিরিজেই আমাদের চেয়ে বেশি খিদে নিয়ে খেলেছে অস্ট্রেলিয়া। ওরা অনেক হৃদয় দিয়েও খেলেছে। তাই জয়টা ওদেরই প্রাপ্য ছিল। চাপের মুখে আমাদের চেয়ে ওরা অনেক বেশি সাহসী হয়ে উঠেছিল ওরা। বিশেষ করে শেষ তিন ম্যাচে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement