Novak Djokovic: ''আমি চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি..'' অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে কী বললেন জোকার?
Australian Open 2025: সেমিফাইনালে পুরো ম্য়াচ খেলতেই পারলেন না। প্রথম সেটের পরই ওয়াক ওভার পেয়ে গেলেন আলেকজান্ডার জেভরেভ। বাঁ পায়ে মোটা স্ট্র্যাপ লাগিয়ে ম্য়াচে নেমেছিলেন।

মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গিয়েছেন নোভাক জকোভিচ। চোটের জন্য সেমিফাইনালে একটি সেট খেলেই কোর্ট ছাড়তে বাধ্য হন ২৪ গ্র্যান্ডস্লামের মালিক। ২৫ গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল এবারও। এই নিয়ে গত পাঁচটি গ্র্যান্ডস্লামের একটিও জিততে পারলেন না সার্বিয়ান টেনিস তারকা। ম্য়াচ শেষে হতাশ গলায় জকোভিচ বলেন, ''খেলার এক ঘণ্টা আগে পর্যন্তও চোট যাতে না বাড়বাড়ন্ত হয়, তার জন্য যা যা দরকার সব কিছুই করেছি। কিন্তু শেষের দিকে তবুও ব্যথা ভীষণ ভাবে বেড়ে গিয়েছিল। ব্যথা আর সহ্য করতে পারছিলাম না। তাই কোর্ট ছাড়তে হল।''
২৪ গ্র্যান্ডস্লামের মালিক আরও বলেন, ''আমি আরও গ্র্যান্ডস্ল্যাম জেতার জন্য চেষ্টা এখনও চালিয়ে যাব। অস্ট্রেলিয়া সবসময় আমার মগজে এবং আমার হৃদয়ে থাকবে। আমি আজ পর্যন্ত যতগুলো স্ল্যামে খেলেছি, নৈপুণ্য দেখিয়েছি তার মধ্যে অস্ট্রেলিয়ান ওপেনই সবচেয়ে সেরা। এখানে বছরের পর বছর ধরে জমা হওয়া অবিশ্বাস্য স্মৃতি, অর্জন ও কৃতিত্বগুলো কেবল আজকের এই অবসরের জন্য ভুলে যেতে পারব না।''
সেমিফাইনালে পুরো ম্য়াচ খেলতেই পারলেন না। প্রথম সেটের পরই ওয়াক ওভার পেয়ে গেলেন আলেকজান্ডার জেভরেভ। বাঁ পায়ে মোটা স্ট্র্যাপ লাগিয়ে ম্য়াচে নেমেছিলেন। ভেবেছিলেন এই লড়াইও উতরে যাবেন। কিন্তু পারলেন না শরীরের কাছে। ৭(৭)-৫(৫) ব্যবধানে প্রথম সেট জিতেছিল জেভরেভ। এরপর নিজের অস্বস্তির কথা ভেবে ম্য়াচ থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন জকোভিচ।
কেরিয়ারের ২৫ তম গ্র্যান্ডস্লাম জয়ের সুবর্ণ সুযোগ ছিল জোকারের সামনে। কিন্তু প্রথম সেটে খেলার সময়ই একটু ব্যথা অনুভব করছিলেন সার্বিয়ান কিংবদন্তি টেনিস তারকা। যার জন্যই শেষ পর্যন্ত ম্য়াচ ছাড়তে বাধ্য হন তিনি। প্রথম সেটে দুই টেনিস তারকার মধ্যে ৯০ মিনিটের লড়াই হয়। শেষ পাঁচটি গ্র্যান্ডস্লাম জিততে পারেননি জোকার। ম্য়াচে ওয়াক ওভার পাওয়ার পর জেভরেভ বলেন, ''নোভাক জকোভিচ এমন একজন টেনিস প্লেয়ার, যিনি গত ২০ বছর ধরে এই খেলাটার জন্য জীবনের সবকিছু দিয়েছেন। এর আগেও তলপেটের ব্যথা নিয়ে, বা পেশির ব্যথা নিয়েও টুর্নামেন্টে জিতেছেন জোকার। তাই যদি সে সত্যিই কোনও ম্য়াচে আর খেলতে না পারেন। তার মানে বুঝতে হবে, কতটা ব্যথা নিয়ে খেলছিলেন তিনি। সত্যিই হয়ত তাঁর পক্ষে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হত না আর।''






















