Indian Hockey Team: ধ্যানচাঁদকে সম্মান জানানো থেকে ভারত সরকারের সম্বর্ধনা, দেশে ফিরেই হকি তারকাদের ঠাসা কর্মসূচি
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারতের হয়ে হকিতে ইতিহাসের ১৩ নম্বর পদকটি জিতে নেন হরমনপ্রীতের নেতৃত্বাধীন ভারতীয় হকি দল।
নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) পদকজয়ের পর আজ, শনিবার, ১০ অগাস্ট সকালেই দেশে ফিরেছে ভারতীয় হকি দল (Indian Hockey Team)। দেশে নামার পর থেকেই ঠাসা কর্মসূচি হরমনপ্রীতদের। একাধিক জায়গায় সম্বর্ধনা থেকে কিংবদন্তিকে সম্মান জানানো, একের পর এক কর্মসূচি পালন করছেন তাঁরা।
সকালে ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর হরমনপ্রীতদের এক দফায় সম্বর্ধনা দেওয়া হয়, ফুল, উত্তরীয় পরানো হয়। হকি তারকাদের এক ঝলক পেতে হাজির হয়েছিলেন অগণিত মানুষ। তারপর ভারতীয় হকির জনক মেজর ধ্যানচাঁদকে সম্মান জানাতে ধ্যানচাঁদ স্টেডিয়ামের উদ্দেশে রওনা দেন তাঁরা। সেখানে কিংবদন্তিকে সম্মান জানান হরমনপ্রীত, হার্দিক, গুরজিৎরা।
Our Hockey stars visited the National Stadium and paid their respects to Hockey Wizard Late Major Dhyan Chand after coming back to India after Paris Olympics.
— Hockey India (@TheHockeyIndia) August 10, 2024
Some pictures from the national stadium#IndiaKaGame #HockeyIndia
.
.
.
.@CMO_Odisha @IndiaSports @Media_SAI… pic.twitter.com/HvMiYpmzZQ
ভারত যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর সঙ্গেও দেখা করে গোটা হকি দল। তাঁর সঙ্গে বেশ খানিক কথা বলেন সকলে। মাণ্ডব্য তর্থা ক্রীড়া দফতরের তরফে হরমনপ্রীতদের সম্মান জানানো হয়। পরিবর্তে হরমনপ্রীতরাও মাণ্ডব্যকে কৃতজ্ঞতা জানাতে সই করা এক ভারতীয় জার্সি উপহারস্বরূপ দেন।
Hon’ble Sports Minister Dr. @mansukhmandviya met with the Indian Men’s Hockey Team and felicitated them for their outstanding performance. The team expressed their gratitude by gifting a signed jersey to the Hon’ble Minister, symbolizing our shared commitment to the growth of… pic.twitter.com/OsA8Faylrl
— Hockey India (@TheHockeyIndia) August 10, 2024
গোটা দেশের মানুষের ভালবাসা ও সম্মান পেয়ে আপ্লুত অধিনায়ক হরমনপ্রীত আবেগঘন। দলের দায়িত্বও যে আগের থেকে অনেক বেড়ে গেল, সেকথাও কিন্তু জানাতে ভোলেননি তিনি। দুইবারের অলিম্পিক্স পদকজয়ী তথা দলের সহ-অধিনায়ক হার্দিকের মতে দলের অন্দরে খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্পর্কের সমীকরণই দলের সাফল্যের কারণ হয়ে উঠেছে। দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ১০ ঘণ্টায় কমিয়েছেন ৪.৬ কেজি! ব্রোঞ্জ পদকের ম্যাচের আগে না ঘুমিয়েই রাত কাটান আমন?