![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Olympics Opening: টিকিটের সর্বোচ্চ দাম আড়াই লক্ষ টাকা! স্যেন নদীর ওপর অলিম্পিক্স উদ্বোধনে ইতিহাসের অপেক্ষা
Olympic Games: ভারত থেকে উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন ৭৮ জন অ্যাথলিট। জাতীয় পতাকা বহন করবেন শাটলার পি ভি সিন্ধু এবং প্যাডলার শরথ কমল।
![Olympics Opening: টিকিটের সর্বোচ্চ দাম আড়াই লক্ষ টাকা! স্যেন নদীর ওপর অলিম্পিক্স উদ্বোধনে ইতিহাসের অপেক্ষা Paris Olympics 2024 Opening ceremony from ticket price to programme details the greatest show on earth Olympics Opening: টিকিটের সর্বোচ্চ দাম আড়াই লক্ষ টাকা! স্যেন নদীর ওপর অলিম্পিক্স উদ্বোধনে ইতিহাসের অপেক্ষা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/26/a2814b32e2503a3ae2665ebb1f33fc29172200605773350_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
প্যারিস: অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। তারপরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ - প্যারিস অলিম্পিক্স। এই প্রথম অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান কোনও স্টেডিয়ামে হচ্ছে না, হচ্ছে নদীবক্ষে। প্যারিসের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া স্যেন নদীর ওপর। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে হাজির থাকবেন প্রায় ৫ লক্ষ দর্শক। থাকবেন ৮০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানও।
প্রতিযোগীদের প্যারেড হবে জলপথে। তাঁদের জন্য ৯৪টি নৌকার ব্যবস্থা করা হয়েছে। সেই নৌকাতেই থাকবেন সকল দেশের প্রায় সাত হাজার অ্যাথলিট। প্রত্যেক নৌকায় থাকছে অত্যাধুনিক ক্যামেরা। যাতে কাছ থেকে সকলকে দেখা যায়। অলিম্পিক্সে মোট সাড়ে ১০ হাজার প্রতিযোগী অংশ নিলেও উদ্বোধনী প্যারেডে সকলে থাকছেন না। উদ্বোধনী অনুষ্ঠান দেখবেন পাঁচ লক্ষের বেশি মানুষ। আরও বেশি মানুষকে হাজির করানোর ইচ্ছে থাকলেও নিরাপত্তার কারণে তা সম্ভব হয়নি উদ্যোক্তাদের পক্ষে।
দু’লক্ষের বেশি মানুষকে নিখরচায় অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের মধ্যে আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষ ও অলিম্পিক্সের উদ্বোধনের সঙ্গে যুক্ত কর্মীদের পরিবারও রয়েছেন। তবে বাকি প্রায় এক লক্ষ দর্শককে টিকিট কেটে উদ্বোধন দেখতে হবে। টিকিটের সর্বনিম্ন দাম করা হয়েছে ৮০০০ টাকা। সর্বাধিক দাম? ভারতীয় মুদ্রায় আড়াই লক্ষ টাকা! এ ছাড়া নদীর পাশের বিভিন্ন বাড়ির বারান্দা ও ছাদ থেকেও আরও দু’লক্ষ মানুষ উদ্বোধনী অনুষ্ঠান দেখবেন। তাঁদেরও অনুমতি নিতে হয়েছে।
শোনা যাচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাতে পারেন লেডি গাগা এবং সেলিন ডিওনের মতো বিখ্যাত শিল্পীরা। আয়োজক কমিটি থেকে বলা হয়েছে, এরকম অনুষ্ঠান আগে কখনও অলিম্পিক গেমসের মঞ্চে দেখা যায়নি। প্যারিসের ঐতিহাসিক স্থান, স্মৃতিস্তম্ভ আর প্রকৃতির আশ্রয়ে আভিনবত্বের ছোঁয়া আনতে চাইছেন তাঁরা। এমনকী মার্চ পাস্টেও থাকছে নতুনত্ব। নদীর উপর ৬ কিলোমিটার ভাসমান প্যারেডে প্রায় ৭ হাজার প্রতিযোগীকে বহন করবে ৯৪টি নৌকো।
ভারত থেকে উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন ৭৮ জন অ্যাথলিট। জাতীয় পতাকা বহন করবেন শাটলার পি ভি সিন্ধু এবং প্যাডলার শরথ কমল। ভারতীয় সময় রাত ১১টার সময় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
আরও পড়ুন: চারে চার! বাংলাদেশকে ১০ উইকেটে দুরমুশ করে মহিলাদের এশিয়া কাপের ফাইনালে ভারত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)