এক্সপ্লোর
উইনস্টন-সালেম ওপেনের ফাইনালে লিয়েন্ডার-বেগেম্যান
![উইনস্টন-সালেম ওপেনের ফাইনালে লিয়েন্ডার-বেগেম্যান Paes Begemann Make It To Final Of Winston Salem Open উইনস্টন-সালেম ওপেনের ফাইনালে লিয়েন্ডার-বেগেম্যান](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/08/27142715/leander1-580x395-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
উইনস্টন-সালেম: রিও অলিম্পিকের ব্যর্থতা ঝেড়ে ফেলে ফের স্বমহিমায় লিয়েন্ডার পেজ। জার্মানির আন্দ্রে বেগেম্যানকে সঙ্গী করে উইনস্টন-সালেম ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা এই টেনিস তারকা। সেমিফাইনালে পাকিস্তানের আইসাম উল হক কুরেশি ও সুইডেনের রবার্ট লিন্ডস্টেডকে হারিয়ে দিয়েছেন লিয়েন্ডার-বেগেম্যান। তাঁদের পক্ষে খেলার ফল ১-৬, ৭-৬, ১০-৪।
কোয়ার্টার ফাইনালে শীর্ষবাছাই জুটি লুকাস কুবোত ও নেনাদ জিমোনজিচকে হারিয়ে দেন লিয়েন্ডাররা। রিও অলিম্পিকের প্রথম ম্যাচেই পোল্যান্ডের কুবোত ও মারচিন মাতকোবস্কির কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল লিয়েন্ডার-রোহন বোপান্না জুটিকে। সেই হারের বদলা নেন লিয়েন্ডার। এবার শেষ চারের লড়াইয়ে তিনি কুবোতের প্রাক্তন পার্টনার লিন্ডস্টেডকেও হারিয়ে দিলেন।
তবে সেমিফাইনালে অবাছাই লিয়েন্ডার-বেগেম্যান জুটির লড়াই সহজ হয়নি। প্রথম সেটে তাঁদের সার্ভিস দু বার ব্রেক করে সহজেই জিতে যান কুরেশি-লিন্ডস্টেড। দ্বিতীয় সেটে লড়াই করে জিততে হয় লিয়েন্ডারদের। শেষপর্যন্ত সুপার টাইব্রেকারে তাঁরা তৃতীয় সেট জিতে ফাইনালে পৌঁছে যান। এবার তাঁদের প্রতিপক্ষ স্পেনের গিলেরমো গার্সিয়া লোপেজ ও ফিনল্যান্ডের হেনরি কন্তিনেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)