এক্সপ্লোর
বোপান্নার দাবি নাকচ, রিওতে পুরুষ ডাবলসে সঙ্গী লিয়েন্ডারই

নয়াদিল্লি: শেষ পর্যন্ত রোহন বোপান্নার দাবি নাকচ করে দিল অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন (এআইটিএ)। তিনি রিও অলিম্পিকে লিয়েন্ডার পেজকে সঙ্গী হিসাবে চাননি। তাঁর দাবি ছিল, তিনি জুটি বাঁধবেন সাকেত মাইনেনির সঙ্গে। কিন্তু তাতে কান না দিয়ে শনিবার টেনিস সংস্থার কর্তারা পুরুষদের ডাবলস-এ বোপান্নার সঙ্গী হিসাবে লিয়েন্ডারের নামই ঘোষণা করেছেন। তাঁদের পরিষ্কার কথা, রিওতে পুরুষদের ডাবলসে ভারতের মেডেল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল হতে পারে বোপান্না একমাত্র লিয়েন্ডারের সঙ্গে জুটি বাঁধলেই, যিনি চলতি মাসের শুরুতে ফরাসি ওপেন মিক্সড ডাবলস খেতাব জিতেছেন। পারফরমেন্সের নিরিখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এআইটিএ-৷ ফলে সপ্তমবার ভারতের হয়ে অলিম্পিকে যাওয়ার ছাড়পত্র পেলেন লিয়েন্ডার। এটা বিশ্ব রেকর্ড। এদিন সাংবাদিক বৈঠকে এআইটিএ-র প্রধান অনিল খন্না বলেন, কেন ডাবলস পার্টনার হিসাবে সাকেত বেশি উপযোগী হতে পারেন বলে তিনি মনে করছেন, তার কারণ ব্যাখ্যা করেছেন বোপান্না। পাশাপাশি তিনি এও স্পষ্ট করেছেন যে, তিনি দেশের প্রতিনিধিত্ব করতে চান। সুচিন্তিত মতামত সম্বলিত চিঠি দিয়েছেন (এআইটিএ-কে বোপান্নার গতকালের চিঠি)। লিয়েন্ডার, বোপান্না ডেভিস কাপে চারবার খেলেছেন। ওদের ২-২ রেকর্ড আছে। কমিটির অভিমত হল, অলিম্পিকে ভারতীয় টেনিস দলের পদক জয়ে সবচেয়ে সেরা বাজি হবেন লিয়েন্ডার, বোপান্না। এর পাশাপাশি মিক্সড ডাবলস ক্যাটাগরিতে বোপান্না ও সানিয়া মির্জাকে জুটি হিসাবে ঘোষণা করেন খন্না। মেয়েদের ডাবলসে সানিয়ার সঙ্গী হচ্ছেন প্রার্থনা থোমবারে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















