এক্সপ্লোর
হ্যাটট্রিক! তৃতীয়বারের জন্য ছাঁদনাতলার পথে পেলে
রিও ডে জেনেইরো: ফের বিয়ে করছেন পেলে। মঙ্গলবার তৃতীয়বারের মত বিয়ে সারতে চলেছেন ৭৫ বছর বয়সি এই ফুটবল তারকা। তাঁর বান্ধবী মার্সিয়া সিবেল আওকির বয়স ৪২, ৮০-র দশকে নিউইয়র্কে তাঁদের পরিচয়। যদিও প্রেম করছেন ২০১০ থেকে। ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তী প্রথম বিয়ে করেন রোজমেরি চোলবিকে, তাঁদের ৩ সন্তান রয়েছে, এঁরা হলেন এডিনহো, জেনিফার ও কেলি। তাঁর দ্বিতীয় স্ত্রী আসিরিয়া নাসিমেন্তো, তাঁর সঙ্গে পেলের রয়েছে যমজ সন্তান, নাম জোশুয়া ও সেলেস্তে। অনেকে মনে করেন বিশ্ব ফুটবলের ইতিহাসে পেলেই হচ্ছেন সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার। ব্রাজিলকে ৩বার বিশ্বকাপ জিততে সাহায্য করেন তিনি। যদিও তাঁর শ্রেষ্ঠত্ব নিয়ে মতবিরোধ রয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















