এক্সপ্লোর
ক্রিকেট, হকি দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি: ‘মন কি বাত’-এ জাতীয় ক্রিকেট দল এবং জুনিয়র হকি দলের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ক্রীড়াবিদদের সাফল্যে সারা দেশ গর্বিত।
সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৪-০ হারিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই পারফরম্যান্স প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারতীয় হিসেবে আমাদের গর্বিত হওয়াই স্বাভাবিক। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারত ৪-০ জিতেছে। তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স বিশেষ প্রশংসার দাবি রাখে। করুণ নায়ার ট্রিপল সেঞ্চুরি করেছেন এবং কেএল রাহুল ১৯৯ রানের অসাধারণ ইনিংস খেলেছেন। টেস্ট অধিনায়ক বিরাট কোহলি দারুণ ব্যাট করেছেন এবং অধিনায়ক হিসেবে দলকে উদ্দীপনা জুগিয়েছেন।’
আইসিসি-র বিচারে বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়ায় রবিচন্দ্রন অশ্বিনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
১৫ বছর পরে জুনিয়র হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় দলের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘হকিতেও আমাদের জন্য ভাল খবর। ১৫ বছর পরে আমরা উৎসব করার সুযোগ পেয়েছি। এই সাফল্যের জন্য তরুণ খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন। ভারতীয় হকির ভবিষ্যতের জন্য এই সাফল্য খুব ভাল লক্ষণ। সম্প্রতি ভারতের মহিলা হকি দল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। অনূর্ধ্ব-১৮ মহিলা হকি দল এশিয়া কাপে ব্রোঞ্জ জিতেছে। আমার হৃদয়ের গভীর থেকে হকি ও ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছি।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement