এক্সপ্লোর
Advertisement
‘মন কি বাত’ -এ মহিলা ক্রিকেট দলের প্রশংসা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি: সদ্যসমাপ্ত বিশ্বকাপে ভারতের মহিলা ক্রিকেট দলের পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’ –এ তিনি বলেছেন, মহিলা ক্রিকেটাররা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেননি ঠিকই, তবে তাঁরা ১২৫ কোটি দেশবাসীর মন জয় করেছেন।
আজ বিভিন্ন বিষয় নিয়েই কথা বলেছেন প্রধানমন্ত্রী। তবে তার মধ্যেই আলাদা করে মহিলা ক্রিকেটারদের প্রশংসা করেছেন তিনি। মিতালি রাজ, ঝুলন গোস্বামীদের সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, ‘মহিলা ক্রিকেটাররা দেশের নাম উজ্জ্বল করছেন। তাঁরা নিজেদের নতুন উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন। সম্প্রতি মহিলা বিশ্বকাপে আমাদের মেয়েরা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। কয়েকদিন আগেই মহিলা ক্রিকেট দলের সব সদস্যর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলাম। তাঁদের সঙ্গে কথা বলে খুব ভাল লেগেছে। তবে বুঝতে পেরেছি, বিশ্বকাপ জিততে না পেরে তাঁরা সবাই খুব হতাশ। তাঁদের চোখে-মুখে সেই হতাশা ফুটে উঠছে।’
এই প্রথম ভারতীয় দল বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়ার পরেও দেশবাসী ক্রিকেটারদের সাধুবাদ জানিয়েছে। সে কথাই উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি ঝুলনদের উদ্দেশ্যে বলেছেন, সফল হতে পারেননি, এই ভাবনা মন থেকে মুছে ফেলুন। ম্যাচ জিততে না পারলেও, আপনারা দেশবাসীর মন জিতে নিয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement