এক্সপ্লোর
Advertisement
সেলেবদের সোশ্যাল মিডিয়ায় জঙ্গি হামলার নিন্দা করার প্রয়োজন নেই, দাবি সানিয়া মির্জার
হায়দরাবাদ: পুলওয়ামায় জঙ্গি হামলার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করতে রাজি নন সানিয়া মির্জা। তাঁর দাবি, কেউ বিখ্যাত ব্যক্তি হলেই তাঁর সোশ্যাল মিডিয়ায় জঙ্গি হামলার নিন্দা করে পোস্ট করার দরকার নেই। তিনি অবশ্য জঙ্গি হামলার নিন্দা করে নিহত সিআরপিএফ জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে সানিয়া লিখেছেন, ‘যারা মনে করে, সেলিব্রিটি হলেই আমাদের ট্যুইট করে, ইনস্টাগ্রামে ছবি দিয়ে জঙ্গি হামলার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় দেশভক্ত বলে প্রমাণ দিতে হবে, তাদের জন্যই আমার এই পোস্ট। আমাদের কেন সোশ্যাল মিডিয়ায় জানাতে হবে, আমরা দেশের কথা ভাবি? কারণ, আমরা সেলেব এবং আপনাদের মধ্যে কয়েকজন হতাশাগ্রস্ত। আমাদের প্রতি ক্রোধ প্রকাশ করা এবং ঘৃণা ছড়ানোর কোনও সুযোগ না ছাড়াই তাদের একমাত্র কাজ।’
We stand united 🕯 #PulwamaAttack pic.twitter.com/Cmeij5X1On
— Sania Mirza (@MirzaSania) February 17, 2019
সানিয়া আরও লিখেছেন, ‘আমার প্রকাশ্যে কোনও হামলার নিন্দা করার প্রয়োজন নেই। আমরা অবশ্যই সন্ত্রাসবাদের বিপক্ষে। যে কোনও উপযুক্ত চিন্তাধারার মানুষই সন্ত্রাসবাদের বিপক্ষে। কেউ যদি না হয়, সেটা সমস্যা। আমি দেশের হয়ে খেলি, ঘাম ঝরাই। এভাবেই আমি দেশের সেবা করি। সিআরপিএফ জওয়ান ও তাঁদের পরিবারের পাশে আছি। ১৪ ফেব্রুয়ারি ভারতের জন্য কালো দিন। আশা করি এরকম দিন আর দেখতে হবে না।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement