এক্সপ্লোর
Advertisement
Indian Cricket: ভারতীয় ক্রিকেট পরিচালনা করছেন শ্রীনিবাসন, অমিত শাহ, দাবি রামচন্দ্র গুহর
Ramachandra Guha criticized BCCI President Sourav Ganguly. | ভারতীয় ক্রিকেটারদের অর্থের লোভ সাংঘাতিক, দাবি রামচন্দ্র গুহর।
নয়াদিল্লি: বর্তমানে ভারতীয় ক্রিকেট পরিচালনা করছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনই দাবি করলেন সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত প্রশাসকদের কমিটির প্রাক্তন সদস্য রামচন্দ্র গুহ। তাঁর লেখা নতুন বই ‘দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট: আ লাইফলং লাভ অ্যাফেয়ার উইথ দ্য মোস্ট সাবটল অ্যান্ড সফিস্টিকেটেড গেম নোন টু হিউম্যানকাইন্ড’-এ ভারতীয় ক্রিকেটের প্রশাসকদের তীব্র সমালোচনা করা হয়েছে। বর্তমানে ভারতীয় ক্রিকেটে স্বজনপোষণ চলছে বলে দাবি করেছেন রামচন্দ্র। তাঁর আরও দাবি, রঞ্জি ট্রফি খেলা ক্রিকেটররা ঠিক সময়ে পারিশ্রমিক পাচ্ছেন না। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও আক্রমণ করেছেন রামচন্দ্র।
২০১৭ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট চার সদস্যের প্রশাসক কমিটি গঠন করে। বিসিসিআই-এর প্রশাসনে স্বচ্ছতা আনার ভার এই কমিটির উপর দেয় শীর্ষ আদালত। সেই কমিটির অন্যতম সদস্য ছিলেন রামচন্দ্র। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়িয়েছেন।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রামচন্দ্র বলেছেন, ‘এখন ভারতীয় ক্রিকেট পরিচালনা করছেন এন শ্রীনিবাসন ও অমিত শাহ। রাজ্য সংস্থাগুলি পরিচালনা করছেন কারও মেয়ে, কারও ছেলে। বোর্ডে ষড়যন্ত্র ও স্বজনপোষণ চলছে। রঞ্জি ট্রফির খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে অনেক দেরি হচ্ছে। বোর্ডে যে সংস্কার হবে বলে আশা করা হয়েছিল, সেটা হয়নি।’
সৌরভকে আক্রমণ করে রামচন্দ্র বলেছেন, ‘সৌরভ বোর্ডের প্রধান হয়েও ক্রিকেট ফ্যান্টাসি গেমের প্রচার করছেন। ভারতীয় ক্রিকেটারদের অর্থের লোভ সাংঘাতিক। আমার বইয়ে লেখা সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল, বিষেণ সিংহ বেদী বলেছিলেন, তিনি আফগানিস্তানের ক্রিকেটারদের কোচিং করানোর জন্য কাবুলে যেতেও তৈরি। ক্রিকেটের জন্য যে কোনও জায়গায় যেতে পারেন। কিন্তু অর্থের জন্য কোথাও যাবেন না। একটু বাড়তি অর্থের জন্য সৌরভ কেন এসব করবেন? বোর্ড সভাপতি এরকম করলে নৈতিক মানের অবনতি হয়।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement