ICC Ranking: নজির ক্যাপ্টেন রোহিতের, আইসিসি ক্রমতালিকাতেও এগোল ভারত
ICC ODI Ranking: গতকাল ২৬০ রান তাড়া করতে নেমে পাঁচ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ১১৩ বলে অপরাজিত ১২৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন ঋষভ পন্থ।
দুবাই: ইংল্য়ান্ডের মাটিতে গিয়ে তাঁদেরই হারিয়ে ওয়ান ডে সিরিজ জয়। আইসিসি (ICC) ওয়ান ডে (One Day International) ক্রমতালিকাতেও এগিয়ে গেল ভারত (Indian Cricket Team)। এই মুহূর্তে ক্রমতালিকায় তিন নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া। ভারতের পরে রয়েছে পাকিস্তান (Pakistan)। ভারতের রেটিং ১০৯। পাকিস্তান দলের রেটিং সেখানে ১০৬। ওয়ান ডে ক্রমতালিকায় শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। তাদের রেটিং ১২৮। দ্বিতীয় স্থানে থাকা ইংল্য়ান্ডের রেটিং ১২১। তালিকায় পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। অষ্টম স্থানে শ্রীলঙ্কা, নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ ও দশ নম্বরে রয়েছে আফগানিস্তান।
ক্যাপ্টেন রোহিতের নজির
এদিকে তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে ইংল্য়ান্ডের মাটিতে ওয়ান ডে সিরিজে জয় পেলেন রোহিত শর্মা। তিনি ছাড়া এর আগে ইংল্য়ান্ডের মাটিতে ওয়ান ডে সিরিজে জিতেছিলেন মহম্মদ আজহারউদ্দিন ও মহেন্দ্র সিংহ ধোনি। ১৯৯০ সালে ইংল্য়ান্ড সফরে গিয়ে ২ ম্যাচের ওয়ান ডে সিরিজে ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। এরপর মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ভারতীয় ক্রিকেট দল।
উল্লেখ্য, গতকাল ২৬০ রান তাড়া করতে নেমে পাঁচ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ১১৩ বলে অপরাজিত ১২৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন ঋষভ পন্থ। এই ফর্ম্যাটের পন্থের এটি প্রথম সেঞ্চুরি। নিজের ইনিংসে ১৬টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান বাঁহাতি এই উইকেট কিপার ব্য়াটার।
বার্মিংহ্যাম টেস্টেও শতরান হাঁকিয়েছিলেন পন্থ। আর গতকাল শতরান করার সঙ্গে সঙ্গে নতুন এক রেকর্ড গড়লেন পন্থ। তিনি এশিয়ার একমাত্র উইকেট কিপার ব্যাটার যিনি ইংল্য়ান্ডের মাটিতে টেস্টে ও ওয়ান ডে ফর্ম্যাটে সেঞ্চুরি হাঁকালেন। গতকাল ম্যাচের সেরাও নির্বাচিত হন পন্থ।
আরও পড়ুন: 'পন্থ একজন ভয়ডরহীন ক্রিকেটার', সিরিজ হেরে স্বীকার করে নিলেন বাটলার