Real Madrid: বাতিল চুক্তি, রিয়াল মাদ্রিদ ছাড়ছেন এডেন অ্যাজার
Eden Hazard: চার বছরে অ্যাজার রিয়ালের জার্সি গায়ে মাত্র ৭৬টি ম্যাচেই মাঠে নামতে পেরেছেন, করেছেন সাতটি গোল।
মাদ্রিদ: বছর চারেক আগে ২০১৯ সালে চেলসি ছেড়ে নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে (Real Madrid) যোগ দিয়েছিলেন তারকা ফরোয়ার্ড এডেন অ্যাজার (Eden Hazard)। পাঁচ বছরের চুক্তিতে সই করেছিলেন তিনি। তবে এ মরসুম শেষে চুক্তির এক বছর বাকি থাকলেও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এডেন অ্যাজারের চুক্তি বাতিল করল রিয়াল মাদ্রিদ।
অ্যাজারের চুক্তি বাতিল
চেলসির হয়ে প্রিমিয়ার লিগে নিজের ফুটবলে সকলকে মন্ত্রমুগ্ধ করছিলেন অ্যাজার। তবে বেলজিয়ান তারকা স্পেনে নিজের সেরাটা তেমনভাবে দিতেই পারেননি। চোট আঘাতে জর্জরিত অ্যাজার লস ব্লাঙ্কোসের একাদশে না নিজের জায়গা পাকা করতে পেরেছেন, না সীমিত সুযোগে নিজের প্রতিভা মেলে ধরতে পেরেছেন। চার বছরে অ্যাজার রিয়ালের জার্সি গায়ে মাত্র ৭৬টি ম্যাচেই মাঠে নামতে পেরেছেন, করেছেন সাতটি গোল। লস ব্লাঙ্কোসের প্রত্যাশা মতো পারফর্ম করতে না পারায় অবশেষে ক্লাবই ছাড়ছেন তিনি। যদি রিয়ালের জার্সি গায়ে অ্যাজারের পরিসংখ্যান তাঁর যোগ্যতা প্রতি একেবারেই সুবিচার করে না।
সদ্যই রিয়ালের তরফে অ্যাজারের চুক্তি বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। ক্লাবের তরফে এক বিবৃতিতে বলা হয়, 'রিয়াল মাদ্রিদ এবং এডেন অ্যাজারের মধ্যে একটি পারস্পরিক চুক্তি হয়েছে, যার মারফতে তিনি ৩০ জুন, ২০২৩ ক্লাব ছাড়তে চলেছেন। রিয়াল মাদ্রিদ তরফে অ্যাজার এবং তাঁর গোটা পরিবারের প্রতি অনেক ভালবাসা এবং ক্লাবের তরফে তাঁর নতুন সফরের জন্য আগাম শুভেচ্ছাও রইল।'
দল ছাড়ছেন অ্যান্সেসিও
অবশ্য অ্যাজার একা নন, এ মরসুম শেষেই একগুচ্ছ রিয়াল মাদ্রিদ তারকা ফরোয়ার্ড দল ছাড়ছেন। এদের মধ্যে অন্যতম হলে মার্কো অ্যান্সেসিও (Marco Asensio)। রিয়াল মাদ্রিদে সাত বছরে ১৭টি খেতাব জিতেছেন অ্যান্সেসিও। তাঁর বিদায়ের কথা ঘোষণা করে লস ব্লাঙ্কোস লেখে, 'ওঁ মাত্র ২০ বছর বয়সে আমাদের দলে যোগ দিয়েছিলেন। আমাদের দলের সফলতম অধ্যায়গুলির একটিতে ওঁ দলের অঙ্গ ছিল এবং সেই সুবাদে ক্লাবের ইতিহাসেও নিজের জায়গা করে নিয়েছেন। রিয়াল মাদ্রিদ সমর্থকরা ওঁর দুরন্ত কেরিয়ার এবং ব্যবহার, কোনটাই ভুলবে না। রিয়াল মাদ্রিদ সবসময় ওঁর ঘর থাকবে।'
অ্যান্সেসিও, অ্যাজারের পাশাপাশি মারিয়ানো ডিয়াজ এবং রিয়াল মাদ্রিদের ক্লাব ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলসংগ্রাহক করিম বেঞ্জেমাও এ মরসুম শেষেই বিদায় জানাতে চলেছেন। রিয়াল মাদ্রিদের জার্সিতে আজই লিগের শেষ ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচ খেলবেন তিনি।
আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?