এক্সপ্লোর
আইপিএলের প্লেঅফে মুম্বই, ফের হার কোহলিদের
![আইপিএলের প্লেঅফে মুম্বই, ফের হার কোহলিদের Rohit Leads Mumbai To Ipl Playoffs Beat Rcb By 5 Wickets আইপিএলের প্লেঅফে মুম্বই, ফের হার কোহলিদের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/05/01205340/rohitpandya.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আইপিএলে বিরাট কোহলির দলের দুঃসময় কাটল না।মুম্বই ইন্ডিয়ান্সের কাছেও ৫ উইকেটে হারতে হল কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। সেইসঙ্গে এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লেঅফে গেল মুম্বই। আর বেঙ্গালুরু টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে গেল। রোহিত শর্মার অপরাজিত হাফসেঞ্চুরি ও আঁটোসাঁটো বোলিংয়ের দৌলতে তারকা ঠাসা আরসিবি-র ১৬২ রান তাড়া করতে নেমে এদিন ১ বল বাকি থাকতেই জয় তুলে নিল মুম্বই। অধিনায়ক রোহিত ৩৭ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন।
প্রথমে ব্যাট করতে নেমে কোহলির দল ২০ ওভারে তোলে ৮ উইকেটে ১৬২ রান। এবি ডিভিলিয়ার্স করেন সর্বোচ্চ ৪৩ রান (২৭ বলে)। এছাডাও পবন নেগি ৩৫, কেদার যাদব ২৮ রান করেন। কোহলি করেন ২০ রান। মুম্বইয়ের পক্ষে মিচেল ম্যাকক্লিনেঘান ৩৪ রানে ৩ উইকেট নেন। এছাড়াও কুণাল পান্ডিয়া ৩৪ রানে ২ উইকেট এবং কর্ণ শর্মা ও জসপ্রিত বুমরাহ নেন ১ টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার জোস বাটলার ও নিতিশ রানা দুরন্ত সূচনা করেন। বাটলার করেন ২১ বলে ৩৩ এবং নিতিশ করেন ২৮ বলে ২৭ রান। মাঝের ওভারে রান তোলার গতি শ্লথ হলেও শেষপর্যন্ত অধিনায়ক রোহিতের ঝোড়ো ইনিংস দলকে জয়ের দরজায় পৌঁছে দেয়। তিনিই ম্যান অফ দ্য ম্যাচ। সেইসঙ্গে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে প্লেঅফে গেল মুম্বই। অন্যদিকে ১১ তম ম্যাচে অষ্টম হারের মুখোমুখি হল আরসিবি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)