IND vs AUS 1st T20I: বোলিং ব্যর্থতা, ফিল্ডিংয়ে সুযোগ নষ্ট, ম্যাচ হেরে চূড়ান্ত হতাশ ভারতীয় অধিনায়ক রোহিত
IND vs AUS: ব্যক্তিগত ১৯ বলে ৪২ রানে থাকার মাথায় ক্যামেরন গ্রিনের ক্যাচ ফেললেন অক্ষর পটেল। হতভাগ্য বোলারের নাম হার্দিক। পরের ওভারে অক্ষরের বলে স্টিভ স্মিথের (তখন ১৪ বলে ১৯ রান) ক্যাচ ফেলেন রাহুল।
মোহালি: আজ মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে (IND vs AUS 1st T20I) মুখোমুখি হয়েছিল ভারতীয় দল (Indian Cricket Team)। কেএল রাহুল ও হার্দিক পাণ্ড্যর দুরন্ত অর্ধশতরান ও সূর্যকুমার যাদবের ৪৬ রানের ইনিংসে ভর করে ভারত নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ২০৮ রান তোলে। তা সত্ত্বেও ম্যাচ জিততে পারেনি টিম ইন্ডিয়া। চার বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।
ক্ষুব্ধ রোহিত
ম্যাচ শেষে হারের কারণ হিসাবে বোলারদের খারাপ বোলিং এবং ফিল্ডারদের ক্যাচ ছাড়ার দিকেই আঙুল তুললেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, 'আমার মনে হয় আমরা একেবারেই ভাল বল করতে পারিনি। ফিল্ডিংয়েও আমরা সুযোগ হাতছাড়া করেছি। ২০০ রান কিন্তু কম নয়। এছাড়া আর বিশেষ কিছু বলার থাকে না। আমরা ব্যাটিংটা বেশ ভালই করেছি। এই ম্যাচে আমরা কী ভুল করেছি সেটা বুঝে নিয়ে পরবর্তী ম্যাচগুলিতে তা শুধরে নেওয়ার সুযোগ রয়েছে। আমরা টিম ডেভিড এবং ওয়েডের মধ্যের পার্টনারশিপ ভাঙতে পারিনি। ওরা মনে হয় ৩২ বলে ৬০ রান মতো যোগ করেছে। এই পার্টনারশিপই আমার মনে হয় ম্যাচ ঘুরিয়ে দেয়।'
তিনি বহুদিন ধরে আইপিএলে পঞ্জাব কিংস ফ্রাঞ্চাইজির হয়ে মোহালিতে খেলেছেন। তাই মোহালির মাঠ ও পিচ রাহুলের পরিচিতই। তিনি নিজের পরিচিত মাঠে বেশ দারুণ এক ইনিংস খেলেন। ৩৫ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৫৫ রান করেন রাহুল। ভারতীয় দল ছয় উইকেটের বিনিময়ে ২০৮ রান তোলে। হার্দিক পাণ্ড্য ৩০ বলে অপরাজিত ৭১ রান করেন ও সূর্যকুমার যাদব করেন ৪৬ রান।
ফিল্ডিংয়ে ভুলের খেসারত
তবে তা সত্ত্বেও ভারতীয় দল ম্যাচ জিততে পারিনি। ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে ওপেন করতে নামা ক্য়ামেরন গ্রিন অপরাজিত ৬১ রান করেন। ম্যাথু ওয়েড শেষের দিকে ২১ বলে অপরাজিত ৪৫ রানের বিধ্বংসী খেলেন। এই দুই ব্যাটারের সুবাদেই চার বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের মধ্যে অক্ষর পটেল ৩-১৭ ও উমেশ যাদব ২-২৭ ছাড়া আর কেউই বলার মতো কিছু করেননি। ভুবনেশ্বর কুমারের ৪ ওভারে ওঠে ৫২ রান। ফিল্ডারদের জন্য চাপ বাড়ে ভারতের। ব্যক্তিগত ১৯ বলে ৪২ রানে থাকার মাথায় ক্যামেরন গ্রিনের ক্যাচ ফেললেন অক্ষর পটেল। হতভাগ্য বোলারের নাম হার্দিক। পরের ওভারে অক্ষরের বলে স্টিভ স্মিথের (তখন ১৪ বলে ১৯ রান) ক্যাচ ফেলেন রাহুল। সুযোগ নষ্টের খেসারত দিতে হল ভারতকে।
আরও পড়ুন: অবিশ্বাস্য! বাউন্ডারির বাইরে উড়ে গিয়ে ছক্কা আটকে দিলেন ম্যাক্সওয়েল