এক্সপ্লোর
ফ্লোরিডায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভিআইপি কম্বো টিকিটের দাম ৩০ হাজার টাকা

পোর্ট অফ স্পেন: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের দুটি ম্যাচের ভিআইপি টিকিটের জন্য খরচ করতে হবে ভারতীয় মুদ্রায় ৩০ হাজার টাকা। মার্কিন ডলারের হিসেবে এই টিকিটের দাম ৪৫০। ভিআইপি টিকিটের দাম বেশি হলেও, সাধারণ টিকিটের দাম খুব একটা বেশি নয়। একটি ম্যাচের ন্যূনতম টিকিটের দাম ৭৫ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৫,০০০ টাকা)। এছাড়া ১০০ মার্কিন ডলার, ১৫০ মার্কিন ডলার, ১৭৫ মার্কিন ডলার এবং ২৫০ মার্কিন ডলারের টিকিট রাখা হয়েছে। সিরিজের দুটি ম্যাচই হবে ফ্লোরিডার সেন্ট্রাল ব্রাওয়ার্ড রিজিওনাল পার্কে। ২৭ ও ২৮ অগাস্ট এই দুটি ম্যাচ হবে। বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত পূর্ণশক্তির দল নিয়েই খেলবে। এই সিরিজের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রতি আকর্ষণ বাড়াতে চাইছে বিসিসিআই।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















