এক্সপ্লোর
Advertisement
রিও অলিম্পিকে শুভেচ্ছা দূত হওয়ার প্রস্তাব গ্রহণ করলেন সচিন
নয়াদিল্লি: রিও অলিম্পিকে ভারতের শুভেচ্ছা দূত হওয়ার প্রস্তাব গ্রহণ করলেন সচিন তেন্ডুলকর। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) গত ২৯ এপ্রিল ভারতের কিংবদন্তী ক্রিকেটারকে দেশের প্রতিনিধিত্ব করার প্রস্তাব পাঠিয়েছিল। তিনি ইতিবাচক সাড়া দেওয়ায় খুশি আইওসি। সচিনের শুভেচ্ছা দূত হতে রাজি হওয়ার খবরটি একেবারে সঠিক বলে জানিয়ে তাঁকে এক বিবৃতিতে ধন্যবাদ জানিয়েছে তারা। এই নিয়ে বলিউড তারকা সলমন খান, শ্যুটার অভিনব বিন্দ্র্রার পর দেশের তৃতীয় কোনও শীর্ষ ব্যক্তিত্বকে রিওতে ভারতের শুভেচ্ছা দূত হিসাবে বেছে নিল আইওএ।
এদিন এক বিবৃতিতে আইওএ-র সেক্রেটারি জেনারেল রাজীব মেহতা বলেছেন, সচিন তেন্ডুলকর আমাদের অনুরোধ গ্রহণ করেছেন। অলিম্পিকে ভারতীয় শিবিরের শুভেচ্ছা দূত হতে রাজি হয়েছেন তিনি। এ ব্যাপারে তাঁর কাছ থেকে সরকারি ভাবে সম্মতি বার্তা পেয়েছি আমরা। ওঁর মতো আইকন, সুপারস্টার আমাদের প্রস্তাবে রাজি হওয়ায় খুবই খুশি আমরা। তাঁর প্রতি কৃতজ্ঞ। আশা করি, তাঁর ও অন্য শুভেচ্ছা-দূতদের সঙ্গ, সান্নিধ্যের স্পর্শে ভারতের ক্রীড়া দুনিয়া সামনের দিকে এগিয়ে যাবে।
প্রসঙ্গত, সলমনকে শুভেচ্ছা-দূত করার উদ্যোগে নানা মহল থেকে সমালোচনা হওয়ায় আইওএ বিন্দ্রা, তেন্ডুলকর ও সুরকার এ আর রহমানের দ্বারস্থ হয়। কুস্তিগীর যোগেশ্বর দত্ত, প্রাক্তন দৌড়বীর মিলখা সিংহ বলিউড তারকা কেন, শুভেচ্ছা-দূত হিসাবে শীর্ষ ক্রীড়া ব্যক্তিত্বদের বাছাই করা উচিত বলে অভিমত জানিয়েছেন।
সুরকার রহমান অবশ্য এখনও তাঁদের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত জানাননি বলে বিবৃতিতে উল্লেখ করেছেন আইওএ কর্তাটি।
মেহতা বলেছেন, এই ক্রীড়াবিদরা, খ্যাতিনামা মানুষজন দেশের প্রতিটি প্রান্তে অলিম্পিক আন্দোলনের বার্তা, আদর্শ ছড়িয়ে দেবেন। এতে দেশে খেলাধূলার সংস্কৃতি গড়ে উঠবে, যা ভারতের ক্রীড়া দুনিয়ায় শক্তি হয়ে উঠতে গেলে প্রয়োজন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement