এক্সপ্লোর
Advertisement
আবারও করোনা পরিস্থিতিতে সাহায্য সচিনের, ৪ হাজার মানুষ পাবেন আর্থিক সাহায্য
গত এপ্রিলেও আপনালয়া নামে এক এনজিও-র মাধ্যমে ৫ হাজার গরিব মানুষকে সাহায্য করেছিলেন সচিন। শিবাজিনগর ও গোবান্দি এলাকার বহু মানুষের অন্ন সংস্থান হয়েছিল তাঁর পাঠানো অনুদানে।
মুম্বই: মহারাষ্ট্রে কঠিন করোনা পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে ৪ হাজার দরিদ্র মানুষের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দিলেন সচিন তেন্ডুলকর। বৃহন মুম্বইয়ের বহু মানুষও সচিনের সাহায্যে দু বেলা দু মুঠো খেতে পাচ্ছেন।
হাই ফাইভ ইউথ ফাউন্ডেশন নামে এক এনজিওতে বড় অঙ্কের অনুদান দিয়েছেন মাস্টার ব্লাস্টার। জানানো হয়েছে সংস্থার তরফে। ট্যুইট করে বলা হয়েছে -
''ধন্যবাদ সচিন তেন্ডুলকর, আরও একবার প্রমাণ করার জন্য যে, ক্রীড়া সংবেদনশীল করে তোলে। আমাদের কোভিড-১৯ ফান্ডে আপনার অনুদান আমাদের ৪০০০ দরিদ্র মানুষকে আর্থিক সাহায্য করতে সক্ষম করবে। বৃহনমুম্বই কর্পোরেশন স্কুলের বাচ্চারাও উপকৃত হবে। ধন্যবাদ, লিটল মাস্টার''।
Best wishes to team Hi5 for your efforts in supporting families of daily wage earners. https://t.co/bA1XdQIFhC
— Sachin Tendulkar (@sachin_rt) May 8, 2020
গত এপ্রিলেও আপনালয়া নামে এক এনজিও-র মাধ্যমে ৫ হাজার গরিব মানুষকে সাহায্য করেছিলেন সচিন। শিবাজিনগর ও গোবান্দি এলাকার বহু মানুষের অন্ন সংস্থান হয়েছিল তাঁর পাঠানো অনুদানে।
তার আগে করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য পিএম কেয়ার ফান্ড ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর করোনা তহবিলে ২৫ লক্ষ টাকা করে অনুদান দেন সচিন।
সচিনও বারবার করোনা পরিস্থিতিতে মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন।
এই মুহূর্তে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৮১। আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৯ হাজার ৬৬২। গত ২৪ ঘন্টায় আরও ৯৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩২০ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৭ হাজার ৮৪৭ জন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আন্তর্জাতিক
ক্রিকেট
জেলার
Advertisement