SAFF Championships: স্টেডিয়াম জুড়ে বন্দেমাতরম, গলা মেলালেন সুনীলও, গায়ে কাঁটা দেবে সাফ জয়ের রাতের ভিডিও
Sunil Chhetri: ম্যাচের সম্প্রচারকারী ওটিটি প্ল্যাটফর্মের তরফে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
বেঙ্গালুরু: কুয়েতের বিরুদ্ধে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তন (IND vs KUW)। টাইব্রেকারের রুদ্ধশ্বাস পরিণতি। কুয়েতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championships 2023) ভারতের। আর সেই জয়ের রাতে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়াম দেখল এক অভূতপূর্ব দৃশ্য।
মঙ্গলবার রাতে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর স্টেডিয়াম জুড়ে তখন উৎসব চলছে। আচমকা গ্যালারি থেকে বন্দেমাতরম গাওয়া শুরু হল। নিমেশে গলা মেলালেন হাজার হাজার ফুটবলপ্রেমী। সেই দৃশ্য দেখে অভিভূত হয়ে পড়লেন সুনীল ছেত্রী। তিনিও গলা মেলাতে শুরু করলেন। গোটা গ্যালারি যেন নতুন করে প্রাণ পেল। উৎসবের এক বিরল দৃশ্য ধরা রইল কান্তিরাভা স্টেডিয়ামে।
পরে ম্যাচের সম্প্রচারকারী ওটিটি প্ল্যাটফর্মের তরফে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
দেখুন সেই ভিডিও
Goosebumps guaranteed! #SAFFChampionship2023 #INDKUW pic.twitter.com/mVGzW47p3U
— FanCode (@FanCode) July 4, 2023
পরপর খেতাব জয়। ৩০ দিনের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল কাপের পর এবার সাফ চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলেন সুনীল ছেত্রীরা। কুয়েতকে হারিয়ে (IND vs KUW) নবমবার সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship 2023) জিতল ভারত। ১২০ মিনিট পরেও ১-১ ম্যাচ শেষ হওয়ার পর পেনাল্টি শ্যুট আউটে ৫-৪ ম্যাচ জিতল ব্লু টাইগার্সরা। লেবাননের বিরুদ্ধে সেমিফাইনালে পেনাল্টি বাঁচিয়ে ভারতের নায়ক হয়ে উঠেছিলেন গুরপ্রীত সিংহ সান্ধু (Gurpreet Singh Sandhu)। ফের একবার ফাইনালে ভারতের ত্রাতা হয়ে উঠলেন তিনি। পেনাল্টি বাঁচিয়ে ভারতকে জেতালেন খেতাব।
ভারত ও কুয়েত নিজেদের গ্রুপ পর্বের ম্যাচে ১-১ ড্র করেছিল। ফাইনালে নির্ধারিত সময়েও স্কোরলাইন একই ছিল। ম্যাচের শুরুটা দুই দলের কেউই খুব একটা আহামরি করেনি। তবে খানিকটা সময় গড়াতেই কুয়েত ম্যাচের রাশ খানিকটা নিজেদের হাতে নিতে সক্ষম হয়। ১৬ মিনিটেই শাবাইব আল খালদি কুয়েতকে ম্যাচে এগিয়ে দেন। ম্যাচে একাধিক ফাউল, ট্যাকলে কোনও সময়ই দুই দলের খেলায় খুব একটা ছন্দ ছিল না। তবে গোটা টুর্নামেন্ট দুরন্ত পারফর্ম করা লালরিনজুয়ালা ছাংতে ফের ভারতের হয়ে জ্বলে ওঠেন।
সুনীল ছেত্রীর দুরন্ত থ্রু বল পায়ে পান অনিরুদ্ধ থাপা। তাঁর পাস থেকেই ভারতকে ৩৮ মিনিটে ম্যাচে সমতায় ফেরান ছাংতে। দ্বিতীয়ার্ধে কোনও গোল হয়নি। তাই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই ৩০ মিনিটে দুই দল খুব বড় সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। তাই ১২০ মিনিট শেষে ম্যাচ শ্যুট আউটে গড়ায়। সেখানেই ফের গুরপ্রীতের দৌরাত্ম্যে ম্যাচ জিতল ভারত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন