(Source: ECI/ABP News/ABP Majha)
Sanjay Manjrekar on Suryakumar Yadav: টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে ৩ নম্বর স্লটে সূর্যকুমারকে দেখতে চান সঞ্জয় মঞ্জরেকর
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের একাদশে ৩ নম্বর পজিশনে সূর্যকুমারকে দেখতে চান সঞ্জয় মঞ্জরেকর। মুম্বইকর ব্যাটসম্যানকে বিরাটের পজিশনে দেখতে চান তিনি।
মুম্বই: আমিরশাহিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে চলতি বছরের শেষের দিকে। আর সেই দলে সুযোগ করে নিতে মুখিয়ে রয়েছে তরুণ ভারতীয় ক্রিকেটাররা। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে পারফরম্যান্সের ভিত্তিতে অনেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে ঢুকে যেতে পারেন। তেমনই একজন ক্রিকেটার হলেন ভারতের সূর্যকুমার যাদব।
ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরই নিজের ছাপ রেখেছেন মুম্বইয়ের এই স্টাইলিস্ট ব্যাটসম্যান। আসন্ন লঙ্কা সিরিজেও তাঁর ব্যাটিংয়ের দিকে নজর থাকবে নির্বাচকদের।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় একাদশে ৩ নম্বর পজিশনে সূর্যকুমার একদম সঠিক চয়েস হবেন বলেই মনে করেন সঞ্জয় মঞ্জরেকর। এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বর্তমান ক্রিকেট বিশেষজ্ঞ বলেন, ‘আমার মনে হয় সূর্যকুমার একদম সঠিক চয়েস হবে ৩ নম্বর স্লটে ব্যাটিংয়ের জন্য। কারণ টিম কম্বিনেশনে বিরাট- রোহিত যদি ওপেনিংয়ে খেলতে নামেন, তবে সূর্যকে আমরা ৩ নম্বর পজিশনে দেখতেই পারি।’
চলতি বছরের শুরুতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে সুযোগ পান। স্কোর প্লে থেকে শুরু করে স্ট্রাইক রেট রোটেট করা সবকিছুতেই নজর কেড়েছেন অভিষেকেই। মাঠের সব দিকেই অ্যাটাকিং শট খেলার জন্য প্রশংসিতও হয়েছেন সূর্যকুমার যাদব।
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করছিলেন সূর্য। এছাড়াও ঘরোয়া ক্রিকেটেও দলকে জিতিয়েছেন। এরপরই জাতীয় দলে অবধারিতভাবে সুযোগ চলে আসে এই তরুণ তারকা ব্যাটসম্যানের। সঞ্জয় বলেন, ‘আমি জানি না কে এল রাহুলকে নিয়ে কী প্ল্যান রয়েছে টিম ম্যানেজমেন্টের। তবে আমি সূর্যকুমারকে সুযোগ দেওয়ার কথা বলব। এমন ব্যাটসম্যান খুব কম দেখা যায় যে টানা আইপিএলে ধারাবাহিকভাবে পারফর্ম করে এসেছে। টি-টোয়েন্টিতে যখনই মাঠে নেমেছে নিজেকে প্রমাণ করেছে।’
মঞ্জরেকর আরও বলেন, ‘৩ নম্বর পজিশন ওর জন্য একদম পারফেক্ট হবে। ও মাঠে নেমে চালিয়ে খেলতে পারবে। ভাল বলেও বাউন্ডারি হাঁকানোর ক্ষমতা রয়েছে সূর্যর।’
এখনও পর্যন্ত ৩টি টি-টোয়েন্টি ম্যাচে দেশের জার্সিতে খেলতে নেমে ৮৯ রান করেছেন সূর্যকুমার যাদব।