এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
৯ বছরের সময়সীমা কার্যকর নয়, ২৪ তারিখ বিসিসিআই-এর নয়া প্রশাসকের নাম ঘোষণা
নয়াদিল্লি: এ মাসের ২৪ তারিখ বিসিসিআই-এর নতুন প্রশাসকদের নাম ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি দীপক মিশ্রর বেঞ্চ এই কথা জানিয়েছে। আগের রায় বদল করে আজ আদালত জানিয়েছে, বিসিসিআই বা রাজ্য সংস্থাগুলির প্রশাসক পদে একজন ৯ বছরের বেশি থাকতে পারবেন না বলে যে রায় দেওয়া হয়েছিল, সেটা কার্যকর হবে না।
লোঢা কমিটির সুপারিশ কার্যকর না করায় বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকেকে অপসারিত করেছে সুপ্রিম কোর্ট। অ্যামিকাস ক্যুরি অনিল দিওয়ান ও গোপাল সুব্রহ্মণ্যমকে নয়া প্রশাসক নিয়োগ করার জন্য যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করার নির্দেশ দিয়েছিল আদালত। একটি মুখবন্ধ খামে ৯ জনের নাম জমা দিয়েছেন তাঁরা। সেই তালিকা গোপন রাখার নির্দেশ দিয়েছে আদালত। দীপক মিশ্রর বেঞ্চ বলেছে, ৯ জনের নামের তালিকাটি বেশ লম্বা৷ তাই, বোর্ডের প্রশাসক হিসেবে কাকে নিয়োগ করা যায়, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী সপ্তাহেই।
লোঢা কমিটির সুপারিশ কার্যকর হওয়ায় রেলওয়েজ, সার্ভিসেস ও বিশ্ববিদ্যালয়গুলির সংস্থা বিসিসিআই-এর পূর্ণ সদস্যপদ হারিয়েছে। এই তিনটি সংস্থার পক্ষে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি এদিন আদালতে রায় পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement