এক্সপ্লোর
Advertisement
সাত বছর আগে আজকের দিনেই একদিনের ম্যাচে প্রথম দ্বিশতরান করেছিলেন সচিন
পুণে: আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের রেকর্ডের শেষ নেই। প্রায় আড়াই দশকের কেরিয়ারে অসংখ্য নজির গড়েছেন মাস্টার ব্লাস্টার। তবে ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি গ্বালিয়রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে সচিন যে রেকর্ড গড়েছিলেন, সেটি ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে দ্বিশতরান করেন সচিন। সেই ঘটনার পর সাত বছর কেটে গিয়েছে। তবে ক্রিকেটপ্রেমীদের মনে আজও সচিনের সেই ইনিংসের স্মৃতি উজ্জ্বল হয়ে আছে।
রূপ সিংহ স্টেডিয়ামে সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ৩ উইকেটে ৪০১ রান করে। ওপেন করতে নেমে শেষপর্যন্ত অপরাজিত থাকেন সচিন। তিনি ১৪৭ বলে ২০০ রান করেন। দ্বিশতরান আসে শেষ ওভারে। এর আগে একদিনের ম্যাচে সচিনের সর্বোচ্চ স্কোর ছিল ১৮৬। ১৯৯৯ সালের নভেম্বরে হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই রান করেছিলেন তিনি। গ্বালিয়রে একদিনের ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন সচিন।
পরবর্তীকালে রোহিত শর্মা একদিনের ম্যাচে দুটি দ্বিশতরান করেছেন। সর্বোচ্চ ২৬৪ রান তাঁরই। বীরেন্দ্র সহবাগ, মার্টিন গাপটিল, ক্রিস গেইলরাও দ্বিশতরান করেছেন। তবে সচিনের সেই ইনিংস সবার চেয়ে আলাদা হয়ে আছে।
দেখুন, সচিনের সেই অসাধারণ ইনিংস
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement