IND vs BAN: বিশ্বকাপ জয় লক্ষ্য নয়! ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে আজব দাবি বাংলাদেশ অধিনায়ক শাকিবের
Shakib Al Hasan: ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের শেষ দুই ম্যাচে 'অঘটন' ঘটাতে আয়ার্ল্যান্ড, জিম্বাবোয়েই বাংলাদেশের অনুপ্রেরণা বলে জানান শাকিব আল হাসান।
অ্যাডিলেড: কাল ভারতের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ (IND vs BAN)। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) দুই পড়শি দেশের ম্যাচের আগে সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তবে ম্যাচের আগেই সাংবাদিক সম্মেলনে নিজের মন্তব্যে বিরাট বিতর্ক তৈরি করলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan)। তাঁর মতে বাংলাদেশ বিশ্বকাপ জয়ের লক্ষ্য়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে না।
বিশ্বকাপ জয় লক্ষ্য নয়
বিশ্বকাপে যে কোনও দলই খেতাব জয়ের লক্ষ্যেই অংশগ্রহণ করে। তবে শাকিবের মতে ভারতীয় দল বিশ্বকাপ জয়ের জন্য ফেভারিট হলেও, বাংলাদেশ নাকি খেতাব জয়ের লক্ষ্যেই নেই। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে শাকিব বলেন, 'ভারত এই ম্যাচের জন্য় ফেভারিট। ওঁরা এখানে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এসেছে, আমাদের লক্ষ্য বিশ্বকাপ জয় নয়। এই ম্যাচের পরিস্থিতি সকলেই বুঝতে পারছে। আমরা যদি ভারতের বিরুদ্ধে ম্যাচ জিতি, তাহলে তা দুর্ঘটনা হিসাবেই বিবেচিত হবে। আমরা ভারতের বিরুদ্ধে সেই অঘটন ঘটানোর লক্ষ্যেই মাঠে নামব।'
আয়ার্ল্যান্ড, জিম্বাবোয়ে অনুপ্রেরণা
বাংলাদেশ নিজেদের পরবর্তী দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হবে। দুই শক্তিধর প্রতিবেশীর বিরুদ্ধে জয়টা অঘটন হলেও, শাকিব আয়ার্ল্যান্ড, জিম্বাবোয়েদের পারফরম্যান্স থেকে অনুপ্রেরণা খুঁজছেন। 'আমরা আমাদের বাকি দুই ম্যাচে ভাল খেলতে চাই। আমরা ভারত, পাকিস্তানের বিরুদ্ধে জিতলে সেটা অঘটনই হবে। খাতায় কলমে দুই দলই আমাদের থেকে ভাল। যদি আমরা ভাল খেলি, তাহলে জিততেই পারি। আমরা তো আয়ার্ল্যান্ড, জিম্বাবোয়েকে যথাক্রমে ইংল্যান্ড, পাকিস্তানকে হারাতে দেখেছি। আমরা যদি এমনটা করতে পারি, তাহলে আমি খুশিই হব।' দাবি শাকিবের।
বাংলাদেশ ম্যাচের আগে ভারতীয় দলের তারকা কিপার-ব্যাটার দীনেশ কার্তিকের চোটের আপডেট দেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন, 'আজ সকালে দীনেশ কার্তিক অনুশীলন করেছেন। তবে আমরা কাল আবার ওর ফিটনেস যাচাই করব। যেই সুযোগ পাক, আমরা সবসময় আমাদের খেলোয়াড়দের পাশে আছি।' ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তাও কার্তিকের বিষয়ে কথা বলতে গিয়ে সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'পিঠের নীচের অংশে যন্ত্রণা রয়েছে কার্তিকের। তবে সেটা গুরুতর কিছু বলে শুনিনি। আমাদের মেডিক্যাল টিম ওকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করছে। হিট ট্রিটমেন্ট ও মাসাজ থেরাপি চলছে। তাতে ওর অস্বস্তি কেটে যাবে দ্রুত। তাই ও বিশ্বকাপের বাইরে চলে গিয়েছে বলা যায় না।'
আরও পড়ুন: ইংল্যান্ড জার্সিতে শততম টি-টোয়েন্টি ম্যাচেই অনন্য রেকর্ড গড়লেন বাটলার