এক্সপ্লোর
Advertisement
চার নম্বরে ব্যাট করবেন শ্রেয়স, জানালেন শাস্ত্রী
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজে পাঁচ নম্বরে ব্যাট করেন শ্রেয়স।
নয়াদিল্লি: ভবিষ্যতে একদিনের আন্তর্জাতিকে ভারতীয় দলের হয়ে চার নম্বরে ব্যাট করবেন শ্রেয়স আয়ার। এমনই জানালেন প্রধান কোচ রবি শাস্ত্রী। তিনি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা গত দু’বছর ধরে যত বেশি সম্ভব তরুণকে সুযোগ দিয়েছি। শ্রেয়স আইয়ার চার নম্বরে ব্যাট করবে।’
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজে পাঁচ নম্বরে ব্যাট করেন শ্রেয়স। তিনি দু’টি ম্যাচে যথাক্রমে ৭১ ও ৬৫ রান করেন। এই সিরিজে চার নম্বরে ব্যাটিং করেন তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। কিন্তু তিনি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। দু’টি ম্যাচে তিনি যথাক্রমে ২০ ও ০ রান করেন ঋষভ। উইকেট ছুঁড়ে দেওয়ায় তিনি সমালোচনার মুখে পড়েন। অন্যদিকে, শ্রেয়স সুযোগ কাজে লাগিয়ে দলে নিজের জায়গা পাকা করে নেওয়ার পাশাপাশি ব্যাটিং অর্ডারে চার নম্বর জায়গাটি নিয়ে দলের সমস্যাও মিটিয়ে ফেলার পথে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement