এক্সপ্লোর
Advertisement
৯৪ রানে আউট ধবন, চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারত ১৭১/১
কলকাতা: প্রথম টেস্টে বড় রান করতে না পারলেও, ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াল ভারত। দুই ওপেনার শিখর ধবন (৯৪) ও লোকেশ রাহুল (৭৩) দলকে ভাল জায়গায় পৌঁছে দিলেন। ধবন অল্পের জন্য শতরান হাতছাড়া করলেও, রাহুল এগিয়ে চলেছেন। তাঁর সঙ্গে এখন ক্রিজে চেতেশ্বর পূজারা (২)। চতুর্থ দিনের শেষে ভারতের রান এক উইকেটে ১৭১। ভারত ৪৯ রানে এগিয়ে।
এর আগে আজ ২৯৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।তারা প্রথম ইনিংসে ১২২ রানে এগিয়েছিল। ভারতের হয়ে মহম্মদ শামি ১০০ রানে ৪টি এবং ভুবনেশ্বর কুমার ৮৮ রানে ৪ উইকেট নিয়েছেন। উমেশ যাদব নেন জোড়া উইকেট। আজ ম্যাচের চতুর্থ দিন লাঞ্চ পর্যন্ত শ্রীলঙ্কার রান ছিল ৮ উইকেটে ২৬৩। সপ্তম উইকেটের পতনের পর প্রায় ১৫ ওভার ভারতীয় বোলারদের আক্রমণ সামলায় রঙ্গনা হেরাত ও দিলরুয়ান পেরেরার জুটি। এই জুটি ভাঙেন শামি। তিনি ফিরিয়ে দেন পেরেরারে। পেরেরা ৩৪ টি বল খেলেন। করেন মাত্র ৫ রান। হেরাতের সঙ্গে তাঁর জুটিতে যোগ হয় ৪৩ রান।
গতকালের ৪ উইকেটে ১৬৫ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। কিছুক্ষণের মধ্যে ভারতের প্রথম ইনিংসে ১৭২ রান পেরিয়ে লিড নেয় তারা। গতকালের অপরাজিত দুই ব্যাটসম্যান অধিনায়ক দীনেশ চন্ডীমল ও এন ডিকওয়েলার জুটি এগিয়ে নিয়ে যেতে থাকে দলের ইনিংস। এরইমধ্যে ২০০ রানের মাথায় পঞ্চম উইকেটের পতন হয় শ্রীলঙ্কার। ডিকেওয়ালাকে তুলে নেন শামি। ডিকওয়েলা করেন ৩৮ রান। চন্ডীমলের সঙ্গে তাঁর জুটিতে যোগ হয় ৬২ রান। এরপর ভুবনেশ্বর ফিরিয়ে দেন এম শনাকাকে। ২০১ রানে ষষ্ঠ উইকেট হারায় শ্রীলঙ্কা। কিছুক্ষণ পরেই ফের আঘাত হানেন শামি, আউট করেন চন্ডীমলকে। চন্ডীমল ২৮ রান করেন। ২০১ রানেই সপ্তম উইকেট হারায় শ্রীলঙ্কা। অষ্টম উইকেটের পতন হয় ২৪৪ রানে। নবম উইকেটের পতন হয় ২৯০ রানে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement