Shikhar Dhawan: মর্মান্তিক, ব্যবস্থা নিন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ, কবাডি প্লেয়ারদের শৌচালয়ে খাবার পরিবেশনে ক্ষুব্ধ ধবন
Kabaddi News: হইচই পড়ে গিয়েছে দেশের ক্রীড়ামহলে। উত্তরপ্রদেশের সাহারানপুরের অম্বেদকর স্টেডিয়ামের শৌচালয়ে কবাডি খেলোয়াড়দের দুপুরের খাবার দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
নয়াদিল্লি: হইচই পড়ে গিয়েছে দেশের ক্রীড়ামহলে। উত্তরপ্রদেশের সাহারানপুরের অম্বেদকর স্টেডিয়ামের শৌচালয়ে কবাডি খেলোয়াড়দের দুপুরের খাবার দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। এবার গোটা ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিলেন শিখর ধবন (Shikhar Dhawan)।
ভাইরাল ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ধবন। সঙ্গে লিখেছেন, 'রাজ্যস্তরের টুর্নামেন্টে কবাডি খেলোয়াড়দের শৌচালয়ে খাবার পরিবেশন করা হচ্ছে দেখাটা ভীষণ যন্ত্রণাদায়ক'। এ ব্যাপারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আগিত্যনাথ ও উত্তরপ্রদেশের রাজ্য ক্রীড়া দফতরের হস্তক্ষেপও দাবি করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার ।
This is very disheartening to see Kabaddi players at State level tournament having food in toilet. Would request @myogiadityanath & @UPGovtSports to look into the same and take necessary action. pic.twitter.com/2pekZW8Icx
— Shikhar Dhawan (@SDhawan25) September 21, 2022
তিন দিন আগে অনূর্ধ্ব ১৭ রাজ্য স্তরের কবাডি টুর্নামেন্টে ৩০০ জনেরও বেশি খেলোয়াড় অংশ নিয়েছিল। অভিযোগ উঠেছে, খেলোয়াড়দের শৌচালয়ের মধ্যে খেতে দেওয়া হয়। খাবারের মান নিয়েও প্রশ্ন তোলা হয়। স্যুইমিং পুলের কাছে বড় হাঁড়িতে রান্না করা হয়েছিল। ডাল, শাক, সবজি, ভাতও নাকি রান্নার পরে সুসিদ্ধ ছিল না। বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে।
অভিযোগ, ১৬ সেপ্টেম্বর অনেক জেলার মেয়ে খেলোয়াড়রা ডক্টর ভীমরাও ম্বেদকর স্টেডিয়ামে এসেছিল। দুপুরের খাবারের জন্য তাদের অর্দ্ধসিদ্ধ ভাত পরিবেশন করা হয়েছিল। অনেক খেলোয়াড় রুটিও পাননি। খেলোয়াড়দের সবজি ও স্যালাড খেয়ে পেট ভরাতে দেখা গিয়েছে। ভাত ও লুচি তৈরি করে টয়লেটে রাখা হয়েছিল।
বিষয়টি নিয়ে সাহারানপুরের জেলাশাসক অখিলেশ সিংহ মুখ খুলেছেন। জেলাশাসক জানিয়েছেন, জেলা ক্রীড়া আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনদিনের মধ্যে রিপোর্ট জমা পড়লে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সাহারানপুরের ক্রীড়া আধিকারিক দাবি করেছেন, বৃষ্টি হওয়ায় স্যুইমিং পুলের ভিতরে খাবার রাখা হচ্ছিল। চেঞ্জরুমে খাবার রাখা হয়েছিল। স্টেডিয়ামে কাজ চলছে। বৃষ্টির জন্য অন্য কোথাও খাবার রাখা যাচ্ছিল না।
আরও পড়ুন: সৌরভদের পরামর্শে ক্রিকেটের নিয়মে একগুচ্ছ বদল, লালার ব্যবহার বরাবরের মতো নিষিদ্ধ