এক্সপ্লোর
Advertisement
ধোনির ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নির্বাচকদের উপরেই ছেড়ে দেওয়া উচিত, মত কপিলের
নয়াদিল্লি: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি আর কতদিন ভারতের হয়ে খেলবেন, সে বিষয়ে ব্যক্তিগত মতামত প্রকাশের বদলে বিষয়টি নির্বাচকদের উপরেই ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করলেন কপিল দেব। এই কিংবদন্তী বলেছেন, ‘কেউই সারাজীবন ধরে খেলে না। কিন্তু আমার মনে হয়, ধোনি খুব ভাল খেলছে। বাকিটা নির্বাচকদের বিষয়। আমাদের চেয়ে তাঁরা কাজটা ভাল করতে পারবেন। তাঁরাই ঠিক করবেন, ধোনির কতদিন খেলা উচিত। আমি মতামত প্রকাশ করলে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে। আমি সেটা চাই না।’
ভিভিএস লক্ষ্মণ, অজিত আগরকরের মতো প্রাক্তন ক্রিকেটাররা ভারতের টি-২০ দলে ধোনির ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে কপিল তাঁদের সঙ্গে একমত নন। গতি, শারীরিক সক্ষমতা, সহ্যক্ষমতা বাড়ানোর জন্য বর্তমানে ভারতীয় ক্রিকেটারদের ডিএনএ টেস্ট করা হচ্ছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে কপিল বলেছেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। আমাদের সময় এসব ছিল না। এখন বিজ্ঞানের ব্যবহার অনেক বেড়ে গিয়েছে। সে বিষয়ে আমার পক্ষে জবাব দেওয়া সম্ভব নয়। আপনারা বিরাট কোহলিকে প্রশ্ন করলে ভাল জবাব পাবেন।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement