এক্সপ্লোর
শুধু কোহলিকে আউট করার কথা ভাবলে হবে না, সিরিজের আগে দলকে বার্তা রস টেলরের

নেপিয়ের: ভারতের বিরুদ্ধে সংক্ষিপ্ত ওভারের সিরিজ শুরু হওয়ার আগে সতীর্থদের সতর্ক করে দিলেন নিউজিল্যান্ড দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর। তাঁর মতে, শুধু বিরাট কোহলিকে আউট করার কথা ভাবলেই হবে না, ভারতের টপ অর্ডারকেও থামানোর পরিকল্পনা করতে হবে।
বুধবার থেকে শুরু হচ্ছে একদিনের সিরিজ। তার আগে এক সাক্ষাৎকারে টেলর বলেছেন, ‘কোহলি অসাধারণ ক্রিকেটার। এই মুহূর্তে ওকে সহজেই একদিনের ক্রিকেটে বিশ্বের সেরা বলা যায়। হতেই পারে সবাই শুধু ওকে আউট করার কথা ভাববে। কিন্তু ও ব্যাট করতে নামার আগে দু’জন ভাল ওপেনার ক্রিজে থাকবে। (রোহিত) শর্মা ও (শিখর) ধবনকে নিয়েও ভাবতে হবে।’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। টেস্ট সিরিজে আবার দুর্দান্ত পারফরম্যান্স দেখান চেতেশ্বর পূজারা। সেই কারণেই টেলর বলছেন, শুধু কোহলিকে নিয়ে ভাবলে হবে না। ভারতীয় দলের অন্যান্য ক্রিকেটারদের কথাও ভাবতে হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























