এক্সপ্লোর
Advertisement
আজ আইপিএল-এর উদ্বোধন, বিরাটকে ছাড়াই হায়দরাবাদের মুখোমুখি আরসিবি
হায়দরাবাদ: আর কিছুক্ষণ পরেই দশম আইপিএল-এর চোখধাঁধানো উদ্বোধন হতে চলেছে। প্রথম ম্যাচে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। চোটের জন্য এই ম্যাচে নেই আরসিবি-র অধিনায়ক বিরাট কোহলি, দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স ও ভারতীয় দলের তরুণ ব্যাটসম্যান লোকেশ রাহুল। ফলে স্বস্তিতে হায়দরাবাদ। আরসিবি এই ম্যাচে জয়ের জন্য তাকিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইলের দিকে। বিরাট, এবির অনুপস্থিতিতে গেইল যদি ব্যাট হাতে ঝড় তুলতে পারেন, তাহলে আরসিবি-র জয়ের সম্ভাবনা থাকবে। উল্টোটা হলে শুরুতেই চাপে পড়ে যাবে আরসিবি।
গতবার আরসিবি-কে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল হায়দরাবাদ। তাছাড়া ঘরের মাঠে দর্শক সমর্থনও থাকবে ডেভিড ওয়ার্নারদের সঙ্গে। ফলে ফেভারিট হিসেবেই এবারের আইপিএল শুরু করতে চলেছে গতবারের চ্যাম্পিয়নরা। বিরাটের অনুপস্থিতিতে আরসিবি-র অধিনায়কত্ব করবেন শেন ওয়াটসন। তিনি দলকে কতটা অনুপ্রাণিত করতে পারবেন, তার উপরে আরসিবি-র সাফল্য অনেকটাই নির্ভর করবে।
ওয়ার্নার সম্প্রতি ভাল ফর্মে নেই। ভারতের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে তিনি রান পাননি। কিন্তু আইপিএল অন্য খেলা। এখানে ফর্ম ফিরে পাওয়ার জন্য মরিয়া ওয়ার্নার। যুবরাজ সিংহও হায়দরাবাদের বড় ভরসা। ব্যাটিংয়ের পাশাপাশি হায়দরাবাদের বোলিং বিভাগও যথেষ্ট শক্তিশালী। আশিস নেহরা, ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান, অলরাউন্ডার মোজেস হেনরিকসরা ভাল পারফরম্যান্স দেখানোর জন্য তৈরি। ফলে দশম আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে জমজমাট লড়াই দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement