Singapore Open 2022: সাইনার এক যুগ আগের রেকর্ড স্পর্শ করার সুযোগ সিন্ধুর সামনে, প্রার্থনা শুরু ভক্তদের
PV Sindhu: ভারতের সমস্ত আশা ভরসা এখন নির্ভর করে রয়েছে পি ভি সিন্ধুর ব়্যাকেটের ওপর। যিনি শুক্রবার হ্যান উয়ে-কে হারিয়ে পৌঁছে গিয়েছেন সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনালে।
![Singapore Open 2022: সাইনার এক যুগ আগের রেকর্ড স্পর্শ করার সুযোগ সিন্ধুর সামনে, প্রার্থনা শুরু ভক্তদের Singapore Open 2022: PV Sindhu enters semifinal, will touch Saina Nehwal's 12 years old feat if becomes champion Singapore Open 2022: সাইনার এক যুগ আগের রেকর্ড স্পর্শ করার সুযোগ সিন্ধুর সামনে, প্রার্থনা শুরু ভক্তদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/15/c4fca26530a65c330e92e15502220aab1657890847_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সিঙ্গাপুর ওপেন (Singapore Open 2022)। ১৯২৯ সাল থেকে প্রত্যেক বছর আয়োজিত হয় ব্যাডমিন্টনের এই কুলীন টুর্নামেন্ট। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা সিঙ্গাপুর ওপেনকে ওয়ার্ল্ড ট্যুর সুপার ৫০০ তালিকাভুক্ত টুর্নামেন্টের তকমা দিয়েছে।
সিঙ্গাপুর ওপেন ভারতীয় শাটলারদের কাছেও নিজেদের মুন্সিয়ানার প্রমাণ দেওয়ার অন্যতম সেরা মঞ্চ। সাল ২০১০। বর্তমানে বিশ্বের এক নম্বর তারকা তাই জু য়িং তখন ব্যাডমিন্টন সার্কিটে বেশ অচেনা নাম। যোগ্যতা অর্জনকারী পর্ব থেকে মূল পর্বে উঠেছিলেন। সেখান থেকে ফাইনালে উঠে চমক দেন। ফাইনালে অবশ্য তাঁর স্বপ্নের দৌড় থামিয়ে দেন সাইনা নেহওয়াল। ভারতের প্রথম শাটলার হিসাবে সিঙ্গাপুর ওপেন জেতেন সাইনা নেহওয়াল (Saina Nehwal)।
এরপর ২০১৭। সেবার সিঙ্গাপুর ওপেনের পুরুষ বিভাগের ফাইনালে ভারতের দুই তারকার যুদ্ধ। মুখোমুখি হয়েছিলেন কিদাম্বি শ্রীকান্ত ও বি সাই প্রনীত। তিন গেমের লড়াইয়ে কিদাম্বি শ্রীকান্তকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন প্রনীত।
তবে সেই শেষ। সিঙ্গাপুর ওপেনে এরপর থেকে ভারতের জন্য বরাদ্দ শুধুই হতাশা।
মাঝে হানা দিল করোনা অতিমারি। সংক্রমণের ভয়ে ২০২০ ও ২০২১, দু’বছর সিঙ্গাপুর ওপেন বাতিল করা হয়। ২ বছর পর ফের সিঙ্গাপুর সরগরম। কোভিডের রক্তচক্ষু এড়িয়ে আয়োজিত হয়েছে সিঙ্গাপুর ওপেন। পদক জয়ের স্বপ্ন নিয়ে হাজির ভারতীয় শাটলাররাও।
তবে আশা জাগিয়েও চলতি টুর্নামেন্ট থেকে একে একে বিদায় নিয়েছেন সাইনা নেহওয়াল, এইচএস প্রণয়রা।
জাপানের আয়া ওহরির কাছে তিন গেমের লড়াইয়ে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেলেন সাইনা। এম আর অর্জুন ও ধ্রুব কাপিলার ডাবলস জুটিও হেরে গিয়েছে। জাপানের কোদাই নারাওকার বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে প্রণয়ের।
ভারতের সমস্ত আশা ভরসা এখন নির্ভর করে রয়েছে পি ভি সিন্ধুর ব়্যাকেটের ওপর। যিনি শুক্রবার হ্যান উয়ে-কে হারিয়ে পৌঁছে গিয়েছেন সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনালে।
টোকিও অলিম্পিক্সের পর থেকে ছন্দে নেই হায়দরাবাদের তারকা। বারবার নক আউটে উঠেও হেরে ছিটকে যাচ্ছেন। জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ, কিংবদন্তি পুল্লেলা গোপীচন্দ অবশ্য আশ্বস্ত করছেন যে, শীঘ্রই পদক জিতবেন সিন্ধু। এবিপি লাইভকে দ্রোণাচার্য কোচ জানিয়েছিলেন, সিন্ধুর খেলায় কোনও গলদ নেই।
কোচের আস্থার মর্যাদা রাখতে যেন বদ্ধপরিকর সিন্ধু। শুক্রবার তিন গেমের লড়াইয়ে হারিয়েছেন প্রতিপক্ষকে। টুর্নামেন্টের তৃতীয় বাছাই সিন্ধুর পদক খরা কাটুক সিঙ্গাপুরেই, প্রার্থনা করছেন সারা দেশের ক্রীড়াপ্রেমীরা।
আরও পড়ুন: দুরন্ত কামব্যাকেও শেষরক্ষা হল না, ছিটকে গেলেন এইচএস প্রণয়
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)