এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ধোনিকে নিয়ে পারভেজ মুশারফের প্রশ্নের মজাদার উত্তর দিয়েছিলেন সৌরভ
কলকাতা: জাতীয় দলে ডাক পাওয়ার পর প্রথম দিকে তেমন সুবিধা করে উঠতে পারছিলেন না। এরপর ২০০৫-এর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের একটি ম্যাচে ১৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে প্রচারের আলো টেনে নিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি।
পাকিস্তান ভারত সফরে এসেছিল। ওই ম্যাচটিতে ২৩ বছরের ঝাড়খণ্ডের ক্রিকেটার তাঁর প্রতিভার পরিচয় দিয়েছিলেন।
পরের বছর সৌরভের নেতৃত্বাধীন ভারতীয় দল পাকিস্তান সফরে গিয়েছিল। সেখানে টেস্ট ও একদিনের সিরিজ খেলেছিল ভারতীয় দল। ওই সিরিজেও ধোনির ফর্ম অব্যাহত ছিল। তাঁর খেলা নজর কেড়েছিল তত্কালীন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফেরও।
সৌরভ জানিয়েছেন, মুশারফ তাঁকে জিজ্ঞাসা করেছিলেন যে, ধোনিকে আপনারা কোথায় পেলেন? এই প্রশ্নের বেশ মজাদার জবাব দিয়েছিলেন তত্কালীন ভারতীয় দলের অধিনায়ক।
সৌরভ বলেন, আমি বলেছিলাম যে, ধোনি ওয়াঘা বর্ডারের কাছে ঘোরাঘুরি করছিল। সেখান থেকে আমরা ওকে নিয়ে এসেছি।
সম্প্রতি ভারতীয় দলে ধোনির জায়গা নিয়ে বেশ বিতর্ক দানা বেঁধেছে। বিগত কিছুদিন তাঁর ব্যাটে সেভাবে রান নেই। তবে সৌরভ মনে করেন, ধোনির এখনও বড় ছয় মারার ক্ষমতা রয়েছে। ও একজন চ্যাম্পিয়ন। টি ২০ বিশ্বকাপ জয়ের পর থেকে ১২-১৩ বছর ওর কেরিয়ার দুর্দান্ত। যে কোনও কারুর মতো ওকেও পারফর্ম করতে হবে। জীবনে যে কাজই করতে হোক না কেন, যেখানেই থাকতে হোক না কেন, যত বয়সই হোক না কেন, যত অভিজ্ঞতাই থাকুক না কেন, সর্বোচ্চ পর্যায়ে পারফরম্যান্স করে যেতে হয়। না হলে, অন্য কেউ জায়গা নিয়ে ফেলে। ধোনির জন্য তাই শুভেচ্ছা রইল। কারণ, চ্যাম্পিয়নরা যখনই ছাড়ুক না কেন, সম্মানের সঙ্গে অবসর নিতে দেখতেই ভাল লাগে। ধোনি এখনও গ্যালারিতে বল ফেলতে পারে বলে মনে করি। ও অসাধারণ ক্রিকেটার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement