Sports Highlights: রোহিতের মূল্যায়ন সৌরভের, স্বপ্নের ফর্মে পূজারা, খেলার দুনিয়ার সারাদিন
Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।
কলকাতা: অধিনায়ক হিসাবে রোহিত শর্মা কেমন, মূল্যায়ন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। খেলার দুনিয়ার সব খবর দেখে নিন এক ঝলকে।
অধিনায়ক রোহিত শর্মা কেমন?
'ও ভীষণ শান্ত, সংযত। সবরকম পরিস্থিতিতেই নির্লিপ্ত থাকে । ও এমন অধিনায়ক নয় যে সব সময় মুখের ওপর কথা বলবে,' বুধবার কলকাতায় এক অনুষ্ঠানে জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় । সেই সঙ্গে কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক এ-ও জানিয়ে দিলেন যে, দু'জন অধিনায়কের মধ্যে তুলনায় তিনি বিশ্বাসী নন ।
কোহলি চাপে
মাঠে তিনি বরাবর আগ্রাসী। দলের সাফল্যের পর তাঁর মুষ্টিবদ্ধ আস্ফালনের ছবি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে অন্যতম সেরা দৃশ্য। সেই বিরাট কোহলিও (Virat Kohli) কি মানসিক চাপে কাবু হতে পারেন?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন, একজন খেলোয়াড়ের কাছে মানসিক চাপ কতটা মারাত্মক হতে পারে।কোহলির মতে, আধুনিক ক্রিকেটে এগিয়ে যাওয়ার জন্য ক্রিকেটারদের বিশ্রাম দরকার। তরুণ প্রতিভারা যাতে বাড়তি চাপের জন্য পিছিয়ে না যায়, সেই নিয়েও মন্তব্য করলেন তিনি। কোহলি বলেন, "একজন অ্যাথলিটের এগিয়ে যাওয়ার সবচেয়ে ভাল রাস্তা হল খোলা মনে খেলে যাওয়া। তবে একইসঙ্গে চাপ বাড়তে থাকলে ক্রীড়াবিদের মানসিক চাপ বাড়তে বাধ্য। আধুনিক যুগে এটা খুবই সিরিয়াস ইস্যু। কারণ কোনও ক্রীড়াবিদ মানসিক ব্যাধিতে আক্রান্ত হলে তার পক্ষে সেরা পারফরম্যান্স করা খুবই কঠিন হয়ে যায়।"
তরুণদের জন্যও পরামর্শ দিলেন তিনি। কোহলি যোগ করেন, "এই প্রসঙ্গে তরুণ প্রতিভাদের উদ্দেশে আমার বার্তা হল নিজের ফিটনেস বাড়াতেই হবে। ধারাবাহিক ভাবে পারফর্ম করতে হলে ফিটনেস বজায় রাখা খুব জরুরি। মনে রাখবেন ভাল সময় সবাই পাশে থাকবে। কিন্তু কোনও ক্রীড়াবিদ ফর্মে না থাকলে বা তার খারাপ সময় চললে অনেক চেনা মুখ সরে যায়। সেই সময় হতাশ হলে চলবে না। বরং একা থাকলে নিজেকে নিয়ে ভাবতে হবে।"
ক্রীড়া বিশ্ববিদ্যালয়
বাংলায় তৈরি হবে ক্রীড়া বিশ্ববিদ্যালয়। নতুন পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে উদ্যোগের কথা শুনে অনেকেই উচ্ছ্বসিত।
বাংলায় স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি হবে, বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এছাড়া ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাবকে ৫০ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথাও এদিন অনুষ্ঠান মঞ্চে ঘোষণা করেন তিনি।
বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের সংগ্রহশালা উদ্বোধনের অনুষ্ঠানে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, যাঁরা স্পোর্টসকে কেরিয়ার হিসেবে নিতে চান, তাঁদের কথা মাথায় রেখেই স্পোর্টস ইউনিভার্সিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি ক্রীড়াপ্রেমীরা।
কোচ পণ্ডিত
ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum) ইংল্যান্ডের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই জল্পনা চলছিল, কে হবেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) পরবর্তী কোচ। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। বুধবার নতুন হেড কোচের নাম ঘোষণা করে দিল শাহরুখ খান-জুহি চাওলার দল।
কলকাতা নাইট রাইডার্স থেকে জানিয়ে দেওয়া হল, ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের (Chandrakant Pandit) হাতে তুলে দেওয়া হচ্ছে দায়িত্ব। সেই চন্দ্রকান্ত পণ্ডিত, যাঁর প্রশিক্ষণে গত রঞ্জি ট্রফিতে শক্তিশালী মুম্বইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মধ্যপ্রদেশ।
কেকেআরের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বেঙ্কি মাইসোর (Venky Mysore) বলেছেন, 'আমরা দারুণ খুশি যে চন্দু (ঘরোয়া ক্রিকেট মহলে এই নামেই জনপ্রিয় চন্দ্রকান্ত পণ্ডিত) আমাদের পরবর্তী পর্বে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব নিচ্ছে। ওঁর প্রশিক্ষণ, অধ্যাবসায়, সংকল্প আর ঘরোয়া ক্রিকেটে সাফল্যের রেকর্ড দুর্দান্ত। সকলেই সেটা জানেন। আমরা অপেক্ষায় আছি অধিনায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে ওর দুর্দান্ত একটা পার্টনারশিপ দেখার জন্য মুখিয়ে রয়েছে।' মাইসোরের কথায় ইঙ্গিত, শ্রেয়সই পরের মরসুমে কেকেআরের নেতৃত্বের দায়িত্বে থাকছেন।
সমস্যায় কাম্বলি
সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং বিনোদ কাম্বলির (Vinod Kambli) বন্ধুত্বের বিষয়ে সকলেই জানেন। একেবারে ছোটবেলায় স্কুল থেকে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামা, দুইজনে একসঙ্গে লম্বা সফর করেছেন। তবে একদিকে যেখানে সচিন অবসরের পরেও, বর্তমান বিশ্বের অন্যতম ধনী ক্রিকেটার, সেখানে সংসার চালাতেই নাজেহাল কাম্বলি।
বিনোদ কাম্বলি সচিনের থেকে দ্রুত গতিতে এবং ভালভাবে নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন। নিজের প্রথম সাত টেস্টেই কাম্বলি দুইটি দ্বিশতরানসহ কাম্বলি ১১৩.২৯ গড়ে মোট ৭৪৩ রান করেছিলেন। তবে তারপর ধীরে ধীরে তাঁর কেরিয়ারগ্রাফ নীচের দিকে নামতে থাকে। উশৃঙ্খল জীবনযাপন কাম্বলির পতনের বড় কারণ বলে মনে করা হয়। নয় বার দলে কামব্যাক করার পর, অবশেষে তাঁকে দল থেকে চিরতরে বাতিল করে দেওয়া হয়। এখন পরিস্থিতি এমনই যে বিসিসিআইয়ের ৩০ হাজার টাকা পেনসনে কোনওরকমে দিন কাটছে তাঁর। হন্যে হয়ে কাজের খোঁজে তিনি।
ছন্দে পূজারা
কাউন্টি ক্রিকেটে থামানো যাচ্ছে না চেতেশ্বর পূজারাকে (Cheteshwar Pujara)। চার দিনের কাউন্টি চ্যাম্পিয়নশিপে হাজারের উপর রান করেছেন পূজারা। ৮ ম্যাচে সেঞ্চুরি করেছেন ৫টি, যার মধ্যে জোড়া ডাবল সেঞ্চুরি রয়েছে। এবার ৫০ ওভারের ক্রিকেটেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন পূজারা।
চলতি রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে ব্যাট হাতে সাসেক্সকে একের পর এক ম্যাচ জিতিয়ে চলেছেন পূজারা। ইতিমধ্যেই টুর্নামেন্টে ২টি সেঞ্চুরি ও ১টি হাফসেঞ্চুরি করে ফেলেছেন তিনি। বুধবার ডারহ্যামের বিরুদ্ধে দলের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছাড়েন ভারতীয় তারকা। যদিও ব্যক্তিগত হাফসেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে যেতে হয় সৌরাষ্ট্রের ব্যাটারকে।
আরও পড়ুন: জাতীয় দলে নিজের জায়গা পাকা করতে চান, বলছেন শাহবাজ