(Source: ECI/ABP News/ABP Majha)
Sports Highlights: রোনাল্ডোর অভিষেক, ফুটবলে সাদা কার্ড, এক নজরে খেলার সারাদিন
Top Sports News: খেলার সারাদিনের সব খবর এক নজরে।
কলকাতা: আল নাসরের হয়ে অভিষেক ঘটালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পর্তুগিজ ফুটবল দেখা গেল সাদা কার্ডের প্রয়োগ। এক নজরে খেলার সারাদিনের সব খবর।
রোনাল্ডোর অভিষেক
সদ্যই লিওনেল মেসির প্যারিস সঁ জরমেঁর বিরুদ্ধে সৌদি আরবে নিজের অভিষেক ম্যাচ খেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সেই ম্যাচে দুই গোল করে ম্যাচ সেরাও নির্বাচিত হন পর্তুগিজ মহাতারকা। তবে পিএসজির বিরুদ্ধে ম্যাচটি ছিল প্রদর্শনী ম্যাচ। নতুন ক্লাব আল নাসরের (Al Nassr) হয়ে অভিষেক ঘটানো বাকি ছিল। অবশেষে আল নাসরের হয়ে আল ইত্তিফাখের বিরুদ্ধে ম্যাচে বহু প্রত্যাশিত অভিষেক ঘটালেন রোনাল্ডো। নিজের অভিষেক ম্যাচেই দলের অধিনায়কত্ব করলেন রোনাল্ডো।
পিএসজির বিরুদ্ধে অল স্টার ম্যাচে প্রথমার্ধে দুই গোল পেলেও, কিন্তু এদিন বল জালে জড়াতে ব্যর্থ হন রোনাল্ডো। অবশ্য মহাতারকার উপস্থিতি গোটা গ্যালারিকে ম্যাচের ৯০ মিনিট মাতিয়ে রাখল। রোনাল্ডো গোল না পেলে, তাঁর দল কিন্তু ম্যাচ জিতল। আব্দুলমাজেদের এক ক্রস থেকে গোল করতে রোনাল্ডো প্রাণপন চেষ্টা করেন। তবে সেই ক্রস রোনাল্ডোর মাথার অনেকটা উপর দিয়েই চলে যায়। রোনাল্ডো বলের নাগাল না পেলেও, ব্রাজিলিয়ান অ্যান্ডারসন তালিস্কা সেই বল পেয়ে গোল করতে ভুল করেননি। তালিস্কার একমাত্র গোলেই জয় পেল আল নাসর।
সাতপাকে বাঁধা পড়লেন রাহুল-আলিয়া
বিয়ের কথা প্রথম প্রকাশ্যে বলেছিলেন তিনিই। আর বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরে সাংবাদিকদের সুখবর দিয়ে মিষ্টিমুখ করালেন তিনিই। সুনীল শেট্টি (Suniel Shetty)। আজ তাঁর মেয়ে আথিয়া শেট্টি (Athiya Shetty) সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় ব্যাটার কে এল রাহুল (K L Rahul)-এর সঙ্গে।
বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার পরে সাংবাদিকদের নিজেই এসে সুখবর দেন সুনীল। সঙ্গে ছিলেন ছেলে অহন শেট্টি। তবে শুধু হাতে নয়, সাংবাদিক ও আলোতচিত্রীদের জন্য মিষ্টির প্যাকেট নিয়ে এসেছিলেন তাঁরা। সবার প্রশ্নের উত্তরে সুনীল জানান, খুব ছোট করে অনুষ্ঠান হয়েছে আজ। ঘনিষ্ঠ বৃত্তের কিছু মানুষকে নিয়ে। এরপর সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয়, রিসেনপশন কবে আয়োজন করা হবে? উত্তরে সুনীল জানান, সম্ভবত আইপিএল -এর পরে।
ফুটবলে সাদা কার্ড
ফুটবলপ্রেমীরা লাল ও হলুদ কার্ডের সঙ্গে পরিচিত। দুই কার্ড কী অর্থবহন করে, তা মোটামুটি সব ফুটবলপ্রেমীই জানেন। তবে এবার লাল বা হলুদ কার্ড নয়, ফুটবল মাঠে দেখা গেল সাদা কার্ড। পর্তুগালে মহিলাদের ক্লাব ফুটবলে স্পোর্টিং লিসবন বনাম বেনফিকার (Benfica vs Sporting Lisbon) ডার্বি ম্যাচে সাদা কার্ডই দেখালেন রেফারি। ফুটবলের ইতিহাসে এর আগে কোনওদিন কোনও রেফারিকে মাঠে সাদা কার্ড (White Card in Football) দেখাতে দেখা যায়নি।
কিন্তু কী এই সাদা কার্ড, কোন ক্ষেত্রেই বা এই কার্ডের ব্যবহার দেখা যাবে? রিপোর্ট অনুযায়ী মাঠে খেলোয়াড়সুলভ মনোভাবের পরিচয় দেওয়া ক্লাবগুলিকে স্বীকৃতি জানাতেই এই সাদা কার্ডের প্রচলন করা হয়েছে। খেলায় নৈতিক মূল্য উন্নতির জন্যই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে গ্য়ালারিতে অসুস্থ হয়ে পড়া এক সমর্থকের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে দুই দলের মেডিক্যাল স্টাফই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এর জন্য দুই দলের উদ্দেশেই রেফারি সাদা কার্ড দেখান। প্রসঙ্গত, আপাতত কেবল পর্তুগালেই এই সাদা কার্ড দেখানো চালু হয়েছে। ফিফার আরও বেশ কিছু কর্মসূচীও আপাতত পর্তুগালেই পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এর মধ্যে অন্যতম হল দীর্ঘ ইনজুরি টাইম।
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব যাচ্ছে রোহিতের? কী বললেন কোচ দ্রাবিড়?