FIFA World Cup Highlights: মেসির স্বপ্নপূরণ, কোচ বনাম রোনাল্ডো! নেমারকে সান্ত্বনা পেরিসিচ-পুত্রের, বিশ্বকাপের সেরা দশ
Sports Year Ender 2022: স্বপ্নপূরণ হল লিওনেল মেসির। ফাইনালে হ্যাটট্রিক করেও খালি হাতে ফিরলেন কিলিয়ান এমবাপে। সব মিলিয়ে কাতার বিশ্বকাপ স্মরণীয় হয়ে রইল ফুটবলপ্রেমীদের মনে।
কলকাতা: সব দিক থেকেই ইতিহাস গড়েছে কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022)। এই প্রথম বিশ্বকাপে ১৭২ গোল হল। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের বিশ্বচ্যাম্পিয়ন হল আর্জেন্তিনা (Argentina Football Team)। স্বপ্নপূরণ হল লিওনেল মেসির। ফাইনালে হ্যাটট্রিক করেও খালি হাতে ফিরলেন কিলিয়ান এমবাপে। সব মিলিয়ে কাতার বিশ্বকাপ স্মরণীয় হয়ে রইল ফুটবলপ্রেমীদের মনে।
সৌদি আরবের অঘটন
বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছিলেন মেসিরা। সৌদি আরবের বিরুদ্ধে গ্রুপের ম্যাচে ১ গোলে এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে হেরে যান মেসিরা। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার পর অপ্রত্যাশিত হার আর্জেন্তিনার।
নীরব প্রতিবাদ
বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে জাতীয় সঙ্গীত গাইলেন না ইরানের ফুটবলাররা। হিজাব বিতর্কে আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে এই সিদ্ধান্ত। যা নিয়ে বিতর্কের ঝড় উঠলেও, বিশ্বজুড়ে বন্দিত হন ইরানের ফুটবলাররা।
রোনাল্ডো-কোচ সংঘাত
মনে করা হচ্ছিল, কেরিয়ারের শেষ বিশ্বকাপে খেলতে নেমে চমক দেখাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। মেসি-নেমারের সঙ্গে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে যাঁর নাম একসঙ্গে উচ্চারিত হতো। কিন্তু বিশ্বকাপ সুখের হয়নি সিআরসেভেনের। কোচ ফের্নান্দো স্যান্তোসের সঙ্গে সংঘাতে জড়ান তিনি। তাঁকে প্রথম একাদশে না রেখে দল সাজান স্যান্তোস। যা নিয়ে তোলপাড় হয় ফুটবল বিশ্ব। প্রি কোয়ার্টার ফাইনালে স্যুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ও কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে পরিবর্ত হিসাবে মাঠে নামেন রোনাল্ডো। স্যুইসদের বিরুদ্ধে তাঁর পরিবর্তে নেমে হ্যাটট্রিক করেন গন্সালো রামোস।
ওয়েগহোর্স্টের নাটকীয় গোল
কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্তিনা। সেমিফাইনালে কার্যত উঠেই গিয়েছেন মেসিরা, ধরে নিয়েছিলেন ভক্তরা। ঠিক তখনই ম্যাচের নাটকীয় পট পরিবর্তন। এক গোল শোধ করে দেন ওয়েগহোর্স্ট। তারপর ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্তে গোল করে ২-২ করেন তিনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে সেমিফাইনালে ওঠে আর্জেন্তিনা।
পেরিসিচ-পুত্রের সান্ত্বনা
কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ব্রাজিলের। ম্যাচের পর মাঠের মধ্যে নেমার তখন কাঁদছেন। তাঁর কাছে গিয়ে সান্ত্বনা দেন ক্রোয়েশিয়ার তারকা ইভান পেরিসিচের খুদে পুত্র লুকা। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
হ্যারির পেনাল্টি নষ্ট
ফ্রান্সের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে তখন ২-১ গোলে পিছিয়ে ইংল্যান্ড। সেই ইংল্যান্ড, যাদের চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার মনে করা হচ্ছিল। সেই সময়ই ম্যাচের দ্বিতীয় পেনাল্টি পান ইংরেজরা। সমতা ফেরানোর সুযোগ থাকলেও, পেনাল্টি শট থেকে গোল করতে ব্যর্থ হন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। ইংল্যান্ড হেরে বিদায় নেয়।
মরক্কোর স্বপ্নের দৌড়
বিশ্বকাপে সবচেয়ে বড় চমক হিসাবে হাজির হয় মরক্কো। প্রথম এশীয় আরবি দেশ হিসাবে বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নেয় তারা। কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে চমক দেয় মরক্কো। সেমিফাইনালে ফ্রান্সের কাছে হারলেও, তাদের লড়াই ফুটবলবিশ্বে সকলের প্রশংসা আদায় করে নেয়।
গ্রুপ থেকে জার্মানির বিদায়
২০১৮ সালের পর ২০২২। ফের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। গ্রুপ ই-তে জাপানের কাছে প্রথম ম্যাচেই হেরে যান থোমাস মুলাররা। দ্বিতীয় ম্যাচে স্পেনের সঙ্গে ড্র করে জার্মানি। শেষ ম্যাচে কোস্তা রিকাকে হারালেও, পরের রাউন্ডে যায় স্পেন ও জাপান।
নাটকীয় ফাইনাল
ফাইনালে অন্যতম ফেভারিট ফ্রান্সের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্তিনা। প্রথমার্ধে আর্জেন্তিনা গোল লক্ষ্য করে কোনও শটই মারতে পারেননি ফরাসি ফুটবলাররা। সেই ম্যাচেই ৯৭ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করে ২-২ করে দেন কিলিয়ান এমবাপে। অতিরিক্ত সময়ে ফের গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন মেসি। তবে সেই গোলও শোধ করে দেন এমবাপে। শেষে টাইব্রেকারে জেতে আর্জেন্তিনা। এবারের ফাইনালকে বিশ্বকাপের সর্বকালের সেরা ম্যাচ বলছেন অনেকে।
ট্রফিতে মেসির চুম্বন
অপেক্ষার অবসান। কেরিয়ারের পঞ্চম বিশ্বকাপে এসে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন লিওনেল মেসি। যিনি নিজে জানিয়েছিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়ে গোল্ডেন বলও জিতেছেন মেসি। ২০১৪ সালে ফাইনালে হারের হতাশা ভুলেছেন। গোল্ডেন বল হাতে নিয়ে বিশ্বকাপ ট্রফিতে মেসির চুম্বন - বিশ্বকাপের সেরা ছবি হয়ে রইল ভক্তদের মনে।