শ্রীলঙ্কা দল থেকে বাদ পড়লেন ‘বলির পাঁঠা’ অ্যাঞ্জেলো ম্যাথিউজ
কলম্বো: অধিনায়কত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার প্রেক্ষিতে দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মুখ খোলার জন্য জাতীয় দল থেকে বাদ পড়লেন শ্রীলঙ্কার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিন ও টি-২০ সিরিজের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ১৫ জনের তালিকায় ঠাঁই পাননি ৩১ বছরের এই অল-রাউন্ডার। প্রসঙ্গত, আগামী ১০ অক্টোবর থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি একদিনের ম্যাচ ও একটি টি-২০ ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। নির্বাচক কমিটির দাবি, ফিটনেস-জনিত সমস্যার জন্য ম্যাথিউজকে বাদ দেওয়া হয়েছে। তবে টেস্ট দলে তাঁকে রেখে দেওয়া হয়েছে। বাংলাদেশ ও আফগানিস্তানের কাছে হেরে চলতি এশিয়া কাপ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। হতশ্রী পারফরম্যান্সের জেরে একদিন ও টি-২০ অধিনায়কের পদ থেকে ম্যাথিউজকে সরিয়ে দেওয়া হয়। বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়, ম্যাথিউজের জায়গায় তিনটি ফর্ম্যাটেই দেশকে নেতৃত্ব দেবেন দীনেশ চান্দিমল। এরপরই দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তোপ দাগেন ম্যাথিউজ। দাবি করেন, দলের খারাপ পারফরম্যান্সের জন্য তাঁকে বলির পাঁঠা করা হয়েছে।