এক্সপ্লোর
মদ্যপান করে গাড়ি চালিয়ে দুর্ঘটনা, করুণারত্নের ৭,০০০ মার্কিন ডলার জরিমানা

কলম্বো: মদ্যপান করে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর অপরাধে শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক দিমুথ করুণারত্নের ৭,০০০ মার্কিন ডলার জরিমানা করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই ক্রিকেটারের বিরুদ্ধে বোর্ডের পক্ষ থেকে আর কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যদিও আদালতে মামলা চলছে। রবিবার মদ্যপান করে গাড়ি চালানোর সময় একটি তিন-চাকার ট্যাক্সিতে ধাক্কা মারেন করুণারত্নে। ওই ট্যাক্সির চালক আহত হন। এই ঘটনার জেরে করুণারত্নেকে গ্রেফতার করা হয়। তাঁর ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করেছে আদালত। ২ মে এই মামলার শুনানি হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















