INDW vs SLW: ''লজ্জা! দেশের খেলা, অথচ টিভিতে দেখা যাবে না?'' সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ নেটিজেনদের
INDW vs SLW T20: এই সিরিজটি কোনও চ্যানেলেই দেখতে পারবেন না তাঁরা। শ্রীলঙ্কা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই ম্যাচটি দেখানো যাবে বলে জানানো হয়েছে।
ডাম্বুলা: ভারতীয় ক্রিকেট দলের খেলা। আন্তর্জাতিক ম্যাচ। কিন্তু সেই ম্যাচ ভারতেই টিভিতে দেখতে পারবেন না ক্রীড়াপ্রেমী মানুষরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও সমসংখ্যক ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় উড়ে গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য খারাপ খবর যে এই সিরিজটি কোনও চ্যানেলেই দেখতে পারবেন না তাঁরা। শ্রীলঙ্কা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিশিয়াল ইউটিউবে এই ম্যাচটি দেখানো যাবে বলে জানানো হয়েছে।
এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে জানানো হয়েছে, ''২৩ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই শ্রীলঙ্কা ক্রিকেটের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে। এর কিছুক্ষণ পরেই অবশ্য জানানো হয় যে ফ্যানকোডেও দেখা যাবে ম্যাচ।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ সমর্থকদের
ভারতীয় ক্রিকেটপ্রেমীরা অনেকেই মনে করছেন মহিলা ক্রিকেটের জন্য এটা খুবই অপমানজনক ব্যাপার হল। অনেকে আবার বিসিসিআইকেও একহাত নিতে ছাড়েননি। আইপিএলের মিডিয়া রাইটসের জন্য যেখানে এত টাকা আয় হচ্ছে। সেখানে ভারতীয় মহিলা ক্রিকেট দলের আন্তর্জাতিক ম্যাচ কেন কোনও চ্যানেলে সম্প্রচার করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
Why sony and Star both are not telecast womens cricket.
— Hardeep Sain (@HardeepSain3) June 22, 2022
How to build and improve their confidence. ?
Women's also have same Rights as men's cricket team.
Think about it india !!!#starsports#SonyLIV #sonytv#star_sports#sony_ten#BCCI #bcciwomen #women_cricket
Such a shame @OfficialSLC, if you are not broadcasting India vs SL women series. Nowadays even club cricket tournaments are streaming at least on fancode.
— Bleed Blue (@CricCrazyVeena) June 20, 2022
উল্লেখ্য, মিতালি রাজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই প্রথমবার কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে হরমনপ্রীত ব্রিগেড।