এক্সপ্লোর
Advertisement
৫ সেপ্টেম্বর থেকে ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে চুক্তি কার্যকর হবে, খবর বিসিসিআই সূত্রে
শাস্ত্রীর মতোই সাপোর্ট স্টাফদের সঙ্গেও ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হচ্ছে।
নয়াদিল্লি: ভারতীয় দলের কোচিং স্টাফদের সঙ্গে বিসিসিআই-এর চুক্তি কার্যকর হবে ৫ সেপ্টেম্বর থেকে। প্রশাসক কমিটি সবুজ সঙ্কেত দিলেই কার্যকর হবে চুক্তি। বিসিসিআই সূত্রে এমনই খবর। এ বিষয়ে বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘সাপোর্ট স্টাফদের নিয়োগের বিষয়ে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। শুধু প্রশাসক কমিটির ছাড়পত্র পাওয়া বাকি। সেটা হয়ে গেলেই তাঁদের হাতে চুক্তিপত্র তুলে দেওয়া হবে। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচেরা এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হাতে-কলমে পরীক্ষা দিচ্ছেন। সেই পরীক্ষা শেষ হয়ে গেলেই তিন সদস্যের প্রশাসক কমিটি তাঁদের নিয়োগপত্রে সই করবে।’
সম্প্রতি ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের সঙ্গে চুক্তি বাড়ানোর কথা জানিয়েছে বিসিসিআই। নয়া ব্যাটিং কোচ নিয়োগ করা হয়েছে বিক্রম রাঠৌরকে। তিনি সঞ্জয় বাঙ্গারের স্থলাভিষিক্ত হয়েছেন। শাস্ত্রীর মতোই সাপোর্ট স্টাফদের সঙ্গেও ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হচ্ছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement