এক্সপ্লোর
Advertisement
লকডাউনের সময় রাস্তায় রেখেছিলেন গাড়ি, টিম পেইনের ওয়ালেট হাতিয়ে ম্যাকডোনাল্ডসে চোরেরা
তিনি গাড়ি রাস্তায় রেখে গ্যারাজকে জিমে রূপান্তরিত করেছেন। কিন্তু সেটা করতে গিয়েই তিনি টাকাকড়ি খোয়ালেন।
হোবার্ট: করোনা ভাইরাসের জেরে বিশ্বের বিভিন্ন দেশের মতো অস্ট্রেলিয়াতেও জারি হয়েছে লকডাউন। এরই মধ্যে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক টিম পেইনের জন্য খারাপ খবর। তাঁর গাড়ি থেকে চুরি হয়ে গিয়েছে ওয়ালেট সহ আরও কিছু জিনিসপত্র। মজার ব্যাপার হল, চুরি করার পরেই ম্যাকডোনাল্ডসে খেতে চলে যায় ছিনতাইকারীরা।
এ বিষয়ে পেইন জানিয়েছেন, ‘সকালে ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাঙ্ক থেকে একটি বার্তা পেয়ে আমার ঘুম ভেঙে যায়। সেই বার্তায় বলা হয়, আমার অ্যাকাউন্ট থেকে কিছু লেনদেন হয়েছে। আমি বাইরে গিয়ে দেখতে পাই, গাড়ির দরজা খোলা। গাড়ি থেকে ওয়ালেট সহ কয়েকটি জিনিস উধাও হয়ে গিয়েছে। এরপর আমি অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখতে গিয়ে জানতে পারি, ছেলেগুলো আমার ওয়ালেট নিয়ে সোজা ম্যাকডোনাল্ডসে চলে যায়। ওদের মনে হয় খুব খিদে পেয়েছিল।’
লকডাউনের জেরে সব স্টেডিয়াম ও অ্যাকাডেমি বন্ধ থাকায় নিজেকে ফিট রাখার জন্য বাড়িতেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন পেইন। তিনি গাড়ি রাস্তায় রেখে গ্যারাজকে জিমে রূপান্তরিত করেছেন। কিন্তু সেটা করতে গিয়েই তিনি টাকাকড়ি খোয়ালেন।
পেইন শেষবার মাঠে নেমেছিলেন ৬ মার্চ। শেফিল্ড শিল্ডের ম্যাচে তিনি তাসমানিয়ার হয়ে নিউ সাউথওয়েলশের বিরুদ্ধে খেলেন। তার আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন এ বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এখন সারা বিশ্বে সব প্রতিযোগিতা বন্ধ। ফের কবে থেকে খেলা শুরু হবে, সেটা কেউই বলতে পারছেন না। ফলে মাঠে ফেরার জন্য পেইনকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তাঁর মতোই সতীর্থরাও সবাই ঘরবন্দি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement