UEFA Champions League 2022: ''গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে ওঠার জন্যই রোনাল্ডো সর্বকালের সেরা''
UEFA Champions League 2022: দ্বিতীয় লেগে ওল্ড ট্র্যাফোর্ডে ঘরের মাঠে খেলতে নামবেন রোনাল্ডো। ভারতীয় মহিলা ফুটবল দলের সহ অধিনায়ক অদিতি চৌহান মনে করেন, বুধবার জ্বলে উঠবেন রোনাল্ডো।
ম্যাঞ্চেস্টার: চ্যাম্পিয়ন্স (UEFA Champions League) লিগের দ্বিতীয় লেগের খেলায় বুধবার রাত ১.৩০টায় মুখোমুখি হতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে ১-১ ব্যবধানে ২ দলই সমান জায়গায় রয়েছে। প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের (Atletico Madrid) হয়ে গোল করেছিলেন জোয়াও ফেলিক্স ও ম্যান ইউয়ের (manchester united) হয়ে গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (cristiano Ronaldo)। দ্বিতীয় লেগে ওল্ড ট্র্যাফোর্ডে ঘরের মাঠে খেলতে নামবেন রোনাল্ডো। ভারতীয় মহিলা ফুটবল দলের সহ অধিনায়ক অদিতি চৌহান মনে করেন, অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে জ্বলে উঠবেন রোনাল্ডো।
আদিতি বলছেন, ''রোনাল্ডো একজন বড় মাপের প্লেয়ার। ওঁ জানে ঠিক গুরুত্বপূর্ণ ম্যাচে কীভাবে জ্বলে উঠতে হয়। এই জন্যই ওঁকে GOAT বলা হয়। সর্বকালের সেরা ওঁকে বলা হয় এই জন্যই। বুধবারের লড়াইটা খুব কঠিন হবে। তবে আমার মনে হয় রোনাল্ডো ছাপ রাখবে নিজের এই ম্যাচেও।'' অদিতি আরও বলেন, ''যে কোনও দলই ওঁকে ভয় পায়। ওঁ কখন ম্য়াচের রং বদলে দেবে, কেউ বলতে পারে না। আমি নিশ্চিত দিয়েগো সিমিওনেও কিছু ভাবনা চিন্তা করে রেখেছে রোনাল্ডোকে আটকানোর জন্য। তবে সি আর সেভেন কিন্তু এই ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই নামবে, কারণ আগের ম্যাচেই হ্যাটট্রিক করেছে ওঁ।''
তবে রোনাল্ডোর ওপর বাজি রাখলেও ম্যাচে কিছুটা অ্যাটলেটিকোকেই এগিয়ে রাখছেন অদিতি। তিনি বলছেন, ''কিছুটা হলেও অ্যাটলেটিকো এই ম্যাচে এগিয়ে থাকবে। কারণ ম্যান ইউ এই মুহূর্তে খুব একটা ভাল ফর্মে নেই। শুধু রোনাল্ডোর ভরসায় খেললে তো আর হবে না। অন্যদিকে অ্য়াটলেটিকো দারুণ ফর্মে রয়েছে। আমার মনে হয় এই ম্যাচ অতিরিক্ত মিনিটে এমনকী টাইব্রেকারেও যেতে পারে।''
চ্যাম্পিয়ন্স লিগে কোন দলকে এগিয়ে রাখছেন? অদিতি বলছেন, ''আমার পছন্দের ক্লাব ম্যান সিটি। যখন যুক্তরাষ্ট্রে ছিলাম, তখন ওদের ট্রেনিং দেখেছিলাম। আধুনিক প্রযুক্তি নির্ভর সব সুযোগ সুবিধে। সেই সব দেখেই আমার ম্যান সিটি ক্লাবের প্রতি ভালবাসা জন্মেছিল। আশা করি চ্যাম্পিয়ন্স লিগেও ম্যান সিটিই চ্যাম্পিয়ন হবে।''