ব্যাটিংয়ে বিশ্বরেকর্ড, উমেশের ছয়ের পর ছয়ে হেসে খুন বিরাট
১০ বলের ইনিংসে এখনও পর্যন্ত এটাই হল কোনও ক্রিকেটারের সর্বোচ্চ স্ট্রাইক রেট।
রাঁচি: ইনিংসে খেলেছেন ১০টি ডেলিভারি। একটি সিঙ্গল, দুটি ডট আর একটি ডেলিভারিতে আউট। বাকি ডেলিভারির প্রত্যেকটি-ই গিয়েছে বাউন্ডারির বাইরে। ওভার বাউন্ডারি। কোনও চার নেই। ১০ বলে ৩১ রানের ইনিংস। স্ট্রাইকরেট ৩১০। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তো বটেই ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি ক্রিকেটেও কোনও পেস বোলারের এমন ব্যাটিং বিরল। ১০ বলের ইনিংসে এখনও পর্যন্ত এটাই হল কোনও ক্রিকেটারের সর্বোচ্চ স্ট্রাইক রেট।
বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানের মতো তাবড় তাবড় ব্যাটসম্যানদেরও এমন রেকর্ড নেই। এমনকী স্টিভ স্মিথ, জো রুট, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসনদের ঝুলিতেও নেই এই রেকর্ড। উমেশ একমাত্র ক্রিকেটার, যিনি তাঁর ইনিংসের ৩১ রানের মধ্যে ৩০ রানই করলেন ছয় মেরে এবং তাঁর ইনিংসে নেই কোনও চার। রাঁচিতে উমেশের ‘পাগলামি’ দেখে হেসে খুন অধিনায়ক বিরাট কোহলিও। দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি স্পিনারকে যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঠের বাইরে ফেলছিলেন তা উপভোগ করেছেন কোহলি। বিসিসিআইয়ের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবিও। শেষে যখন বড় শট খেলতে গিয়ে আউট হয়ে ফিরছেন করতালিতে উমেশকে অভিনন্দন জানাতেও দেখা গেল অধিনায়ককে।