এক্সপ্লোর
Advertisement
বিরাট আমাকে স্বাভাবিকভাবে খেলার স্বাধীনতা দেয়, বলছেন বুমরাহ
লন্ডন: ভারতের ‘ডেথ বোলিং’ বিশেষজ্ঞ হয়ে উঠেছেন যশপ্রীত বুমরাহ। গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনি ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন এই ডানহাতি পেসার। এই পারফরম্যান্সের জন্য অধিনায়ক বিরাট কোহলিকে কৃতিত্ব দিচ্ছেন বুমরাহ। তিনি বলেছেন, ‘একজন ক্রিকেটারের উপর অধিনায়কের আস্থা থাকলে তার নিঃসন্দেহে ভাল লাগে। এর ফলে সংশ্লিষ্ট ক্রিকেটার নিজের স্বাভাবিক দক্ষতা অনুযায়ী খেলার সুযোগ পায়। আমার মতো তরুণের ক্ষেত্রে সেটা হলে নিজের দক্ষতা দেখাতে পারি।’
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত বুমরাহর ইকনমি রেট ৪.৭৭। ইয়র্কার দেওয়ার দক্ষতার জন্য তাঁকে স্লগ ওভারে বেশি ব্যবহার করেন বিরাট। তবে বুমরাহ নিজেকে স্লগ ওভার বিশেষজ্ঞ বলে মানতে নারাজ। তাঁর মতে, কাউকে ডেথ বোলার বা স্যুইং বোলার বলা যায় না। সবাইকেই ম্যাচের পরিস্থিতি বিচার করে পরিকল্পনা অনুযায়ী বল করতে হয়।
এটাই বুমরাহর প্রথম ইংল্যান্ড সফর। বিরাট ছাড়াও কোচ অনিল কুম্বলে, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এবং সিনিয়র বোলাররা সাহায্য করছেন বলে জানিয়েছেন বুমরাহ। তাঁর মতে, ইংল্যান্ডের পিচে স্যুইং নেই। ব্যাটসম্যানরাই পিচ থেকে সাহায্য পাচ্ছেন। ফলে বোলারদের কাজ কঠিন হয়ে যাচ্ছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement