এক্সপ্লোর
Advertisement
আগামী শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে খেলবেন কোহলি?
নয়াদিল্লি: কাঁধের চোট সারিয়ে এবারের আইপিএলে খুব শীঘ্রই মাঠে নামতে পারেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। আগামী ১৪ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে দেখা যেতে পারে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক কোহলিকে। এমনই ইঙ্গিত দিয়েছেন খোদ কোহলিই।
কোহলি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তাঁর জিম সেশনের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে কোহলিকে ওজন তুলতে ও নামাতে দেখা যাচ্ছে। যেভাবে স্বচ্ছন্দে তিনি ওজন তুলছেন, নামাচ্ছেন তার থেকে স্পষ্ট যে কোহলি ধীরে ধীরে তাঁর কাঁধের জোর ফিরে পেতে চলেছেন। ভিডিও-র সঙ্গে কোহলি লিখেছেন, ‘মাঠে ফিরতে আর অপেক্ষা করতে পারছি না। এখন তো প্রায় সেখানেই?????? ১৪ এপ্রিল?’
কোহলির পোস্টে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। যার অর্থ চোট সারিয়ে তাঁর ফিরে আসাটা ১০০ শতাংশ নিশ্চিত নয়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ চলাকালে তৃতীয় টেস্টে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন কোহলি। সেজন্য ধর্মশালায় সিরিজের শেষ টেস্টে খেলতে পারেননি তিনি।
উল্লেখ্য, কোহলি বারেবারেই বলেছেন, দেশের হয়ে খেলাই তাঁর প্রথম লক্ষ্য। ১২০ শতাংশ ফিট না হওয়া পর্যন্ত তিনি খেলবেন না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খেলার
Advertisement