Kohli Out in Duck: দু'বছর পর ওয়ান ডে ক্রিকেটে শূন্য রানে আউট কোহলি
Virat Kohli News: কোহলির ওয়ান ডে কেরিয়ারে নজর রাখলে দেখা যাবে, শুক্রবারই প্রথম নয়। এর আগে আরও ১৩ বার কোনও রান না করে ফিরেছেন।
![Kohli Out in Duck: দু'বছর পর ওয়ান ডে ক্রিকেটে শূন্য রানে আউট কোহলি Virat Kohli out for a duck in ODIs after 2 years, has been out without scoring any run 14 times, know in details Kohli Out in Duck: দু'বছর পর ওয়ান ডে ক্রিকেটে শূন্য রানে আউট কোহলি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/21/cf6b8f8b1d196b5b2eb7016eea362810_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পার্ল: কেশব মহারাজের (Keshav Maharaj) বলটা পড়েছিল অফস্টাম্পের সামান্য বাইরে। পা বাড়িয়ে ড্রাইভ করতে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু বল মাটিতে রাখতে পারলেন না। কভারে সহজ ক্যাচ দিয়ে বসলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার (Temba Bavuma) হাতে। ৫ বল খেলে কোনও রান না করে ফিরলেন কিংগ কোহলি। ওয়ান ডে ক্রিকেটে দু'বছরেরও বেশি সময় পর শূন্য রানে ফিরলেন কোহলি।
কোহলির ওয়ান ডে কেরিয়ারে নজর রাখলে দেখা যাবে, শুক্রবারই প্রথম নয়। এর আগে আরও ১৩ বার কোনও রান না করে ফিরেছেন। যাকে ক্রিকেটীয় পরিভাষায় বলা হয় 'ডাক' করে ফিরেছেন। সব মিলিয়ে মোট ১৪ ওয়ান ডে-তে শূন্য রানে আউট হয়েছেন বিরাট।
ওয়ান ডে ক্রিকেটে ২০০৯ সালে অভিষেক হয়েছিল বিরাটের। তার পরের বছর, অর্থাৎ ২০১০ সালে বুলাওয়াতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে প্রথমবার শূন্য রানে আউট হন কোহলি। সে বছরই ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের 'ডাক' করেন। ২০১০ সালেই বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে ফেরেন কোহলি।
২০১১ সালে ওয়ান ডে-তে দুবার শূন্য রানে ফিরেছেন কোহলি। প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। নর্থ সাউন্ডে। পরেরবার ইডেন গার্ডেন্সে, ইংল্যান্ডের বিরুদ্ধে।
২০১২ সালে চেন্নাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে কোনও রান না করে ফিরেছিলেন কোহলি।
২০১৩ সালটা ভুলতে চাইবেন মহাতারকা। সে বছর ওয়ানে ডে-তে ৭বার শূন্য রানে ফিরেছিলেন কোহলি। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের বিরুদ্ধে দুবার করে। একবার শূন্য করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। ২০১৪ সালে একবার ইংল্যান্ড ও আর একবার আফগানিস্তানের বিরুদ্ধে শূন্য করেছিলেন কোহলি। ২০১৭ সালে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শূন্য রানে ফেরেন। পরের বছর, অর্থাৎ ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুবার শূন্য রানে ফেরেন।
তার ১৩ মাস পরে ফের শূন্য রানে ফিরলেন কোহলি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)