‘এমনও দিন ছিল’, জন্মদিনে যুবরাজের ট্যুইট, রিট্যুইটে বিরাট, ‘প্রতিদিনই ঈশ্বরের আশীর্বাদধন্য’
“প্রতিটি দিনই ঈশ্বরের আশীর্বাদধন্য। তোমার জন্য সবসময় ভালবাসা”।
নয়াদিল্লি: বিরাট কোহলির ৩১তম জন্মদিনে পুরনো এক ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছিলেন যুবরাজ সিংহ। সতীর্থের উদ্দেশে যুবি লিখেছেন, “এমনও দিন ছিল। আর আজও একটা দিন। যেখানেই থাকো ভাল থাক। ঈশ্বর সর্বদা তোমাকে আনন্দ প্রদান করুক। শুভ জন্মদিন।” এই ট্যুইটের প্রত্যুত্তরে বিরাট লিখলেন, “প্রতিটি দিনই ঈশ্বরের আশীর্বাদধন্য। তোমার জন্য সবসময় ভালবাসা”।
দুই তারকার এই কথোপকোথনে উচ্ছ্বসিত সোশ্যাল দুনিয়া। ট্যুইটারে যুবি-চিকুর একে অপরের প্রতি পারষ্পরিক সম্মান দেখে অভিভূত ক্রিকেট অনুরাগীরা।
Uparwaale ke diye sab din mehr hain paji. Rab rakha. Lots of love to you always ????????
— Virat Kohli (@imVkohli) November 6, 2019
And the way he responded shows how much he respects yuvi
— Tushar Bhardwaj (@TusharB78696779) November 6, 2019
ক্রিকেট থেকে সাময়িক ছুটি নিয়ে স্ত্রীকে নিয়ে ভুটানে গিয়েছেন বিরাট। সেখানে পালন করেছেন নিজের ৩১তম জন্মদিন। সে সবই সোশ্যাল মাধ্যেমে পোস্ট করেছেন অনুষ্কা শর্মা। ছুটি কাটিয়েই ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন বিরাট। বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন টেস্ট সিরিজ।